ad
ad

Breaking News

Rahul Gandhi

Rahul Gandhi: মোদির বক্তব্যের সময় হট্টগোল, রাহুলকে নিশানা করল শাসক দল

মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবি ভাষণে বারবার বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে

Ruckus during Modi's speech, Rahul targeted by ruling party

সংগৃহীত

Bangla Jago Desk: মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবি ভাষণে বারবার বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। তাতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে। বিরোধী দলনেতা বিরোধী সাংসদদের নির্দেশ দেন ওয়েলের দিকে গিয়ে প্রতিবাদ করতে এবং হাউসে বাধা দিতে। এমনই একগুচ্ছ অভিযোগ এনেছেন শাসক দলের সাংসদরা।

প্রধানমন্ত্রী মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কে ভাষণ দেন। তাঁর তৃতীয় মেয়াদ এবং সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে বলেন। প্রধানমন্ত্রীর ভাষণের সময় স্লোগান ও বিক্ষোভ শুরু হয়। অধিবেশনে ব্যাপক হট্টগোল হয়।  লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর ভাষণে বাধা দেওয়ার জন্য বিরোধী সাংসদের তিরস্কার করেন।

[ আরও পড়ুন: Hathras: হাথরাসে মৃতের সংখ্যা বেড়ে ১২০, বাবা হরির আশ্রম ঘিরে ফেলল পুলিশ]

প্রধানমন্ত্রী মোদির প্রায় ১৩৫ মিনিটের ভাষণে একটানা স্লোগান-চিৎকার করতে দেখা যায় বিরোধীদের। মণিপুর ইস্যু, নিট নিয়ে সরব হয়। বিরোধী সাংসদরা নিট নিয়ে বিতর্কের দাবি জানান। বিরোধীদের এই হট্টগোলকে নিশানা করে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘সংসদ সদস্যরা আইন প্রণেতা হওয়ার জন্য নির্বাচিত হন, আইন ভঙ্গকারী নয়। রাহুল গান্ধি নিজেই সাংসদদের নিয়ম ভাঙতে এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বিরক্ত করার জন্য সাংসদদের উৎসাহ দেন।‘ রাহুল বিরোধী দলনেতা হওয়ার যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিজেপি সাংসদ নলিন কোহলি বলেন, ‘যখন প্রধানমন্ত্রী মোদি বক্তব্য রাখেন, বিরোধীরা সেই বক্তব্যে বাধা দেওয়ার জন্য স্লোগান দেন। প্রধানমন্ত্রী ধৈর্য ধরে বিরোধী দলনেতার বক্তৃতা শুনলেও বিরোধীরা তাঁর বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন। এর মানে হল বিরোধী দলগুলি এখানে গোলমাল করতে এবং শাসক দলের কথা না শোনার জন্য এখানে এসেছেন।‘