ad
ad

Breaking News

Narendra Modi

Narendra Modi: ‘বিরোধীরা ধর্ম নিয়ে রাজনীতি করছে’, মোদির মুখে উল্টো কথা

লোকসভার পর এবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর ভাষণে বারবার উঠে এল ইন্ডিয়া জোটকে  লক্ষ্য করে আক্রমণ

সংগৃহীত

Bangla Jago Desk: লোকসভার পর এবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর ভাষণে বারবার উঠে এল ইন্ডিয়া জোটকে  লক্ষ্য করে আক্রমণ। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল বিরোধীদের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ। ২০১৯ এর লোকসভা নির্বাচনের তুলনায় ২৪-শে লোকসভা ভোটে বিজেপির আসন অনেক কমেছে। শরিক দলগুলির সমর্থন নিয়ে  সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদিকে। এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। তবে এই নিয়ে দমতে চান না নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্য করে এদিন জবাবি ভাষণে বলেন, এত প্রশ্ন যারা তুলছেন তাঁদের ধৈর্য নেই কথা শোনার। টানা তিনবার একই সরকারে ভরসা রেখেছেন দেশবাসী। এই রায়কে কেউ কেউ অস্বীকার করার চেষ্টা করছে। এই নির্বাচনে বিরোধীদের অ্যাজেন্ডাকে দেশবাসী বিরোধিতা করেছে।‘

[ আরও পড়ুন: Hathras: হাথরাসে মৃতের সংখ্যা বেড়ে ১২০, বাবা হরির আশ্রম ঘিরে ফেলল পুলিশ

এদিন প্রধানমন্ত্রীর ভাষণে বহু প্রতিশ্রুতি উঠে আসে। আগেও যা বারবার প্রধানমন্ত্রী গলায় যা শোনা গিয়েছে। নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী পাঁচ বছর দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সব প্রতিশ্রুতি পালনের চেষ্টা করব। কোটি কোটি ভারতবাসী এর সুফল পাবেন। ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।‘

অবশ্য প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। তাদের বক্তব্য, গত ১০ বছরে কোনও প্রতিশ্রুতি পালন করেনি এই সরকার। আবার নতুন নতুন প্রতিশ্রুতি শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর গলায়। প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে আগামী পাঁচ বছরে সব প্রতিশ্রুতি পালন করব। আসলে দেশের মানুষ বুঝে গিয়েছেন প্রধানমন্ত্রীর মুখে প্রতিশ্রুতি আসলে গল্প।‘

জবাবি ভাষণে এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ’বিকশিত ভারত গঠনের জন্য আমাদের ক্ষমতায় এনেছেন দেশবাসী। কিছু মানুষ অটো পাইলট মোডে সরকার চালাতে বিশ্বাস করেন। দেশের রায়কে ব্ল্যাক আউটের চেষ্টা চলছে।‘

ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে ইন্ডিয়া। ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে প্রথম থেকেই করে আসছে দেশের বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী ভাষণে যেন উলট পুরাণ। প্রধানমন্ত্রী সংসদে জবাবি ভাষণে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ করেছে বিরোধীদের বিরুদ্ধে। আর তার পাল্টা জবাব দিতে দেরি করেনি বিরোধীরা।

এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিতে উঠলে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয় তাঁকে। ভাষণের শুরু থেকেই বিরোধীরা পাল্টা জবাব দিতে থাকে। একটা সময় ইন্ডিয়া জোটের সদস্যরা ওয়েলে নেমে বিরোধিতা করেন। এবং পরে ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধী সাংসদরা।