ad
ad

Breaking News

SEBEX 2

SEBEX 2: বিশ্বের সবথেকে শক্তিশালী ‘অ-পারমাণবিক’ বোমা বানাল ভারত, ঘুম উড়ল শত্রু দেশের

ভারতের প্রতিরক্ষা বিষয় ক্যাবিনেট কমিটির সুপারিশে ২০০টি ব্রহ্মোস মিসাইল কেনার সিদ্ধান্ত প্রকাশ্যে এনেছিল ভারত সরকার

India made the world's most powerful 'non-nuclear' bomb, the sleep of the enemy country was blown away

সংগৃহীত

Bangla Jago Desk: যত দিন  যাচ্ছে ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠছে। এর আগে ভারতের প্রতিরক্ষা বিষয় ক্যাবিনেট কমিটির সুপারিশে ২০০টি ব্রহ্মোস মিসাইল কেনার সিদ্ধান্ত প্রকাশ্যে এনেছিল ভারত সরকার। কিন্তু সম্প্রতি শত্রুপক্ষকে আরও কড়া টক্কর দিতে বড় এক বোমা পরীক্ষায় বিপুব সফলতা অর্জন করেছে নৌবাহিনী। শত্রুর লাল চোখকে আর পরোয়া করতে হবেনা। যোগ্য জবাব দিতে তৈরি ‘আত্মনির্ভর’ ভারত। এবার সেনার হাতে এসে গেল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ অপারমাণবিক বোমা সেবেক্স-২ (SEBEX 2)। শত্রু রাষ্ট্রের ঘুম ছুটে যাওয়া নয়া অস্ত্র তৈরি করে ফেলেছে ভারতের মাটিতেই। ওই বিস্ফোরককে ইতিমধ্যে শংসাপত্র দিয়েছে নৌসেনা।

[ আরও পড়ুন: Mumbai College Dress: ফের মুম্বাইয়ের কলেজে পোশাকবিধি বিতর্ক, ছেঁড়া জিন্স, টি-শার্টে নিষেধাজ্ঞা

শক্তিশালী ওই অপারমাণবিক বোমা সেবেক্স-২ টি তৈরি করেছে ‘ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড’। মহারাষ্ট্রের নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা এটি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে এই SEBEX 2 বিস্ফোরক তৈরি হয়েছে ‘হাই মেল্টিং এক্সপ্লোসিভ’-এর কম্পোজিশন ব্যবহার করে। যেটি কিনা আর্টিলারি শেল ছাড়াও শূন্যে ছোড়া বোমার সঙ্গে যুক্ত করা সম্ভব। বিশেষ সূত্রে জানা গিয়েছে ইকোনমিক এক্সপ্লোজিভ লিমিটেড এই ধরনের আরও একটি বোমা তৈরির কাজ করছে। যা TNT-র থেকে ২.৩ গুণ বেশি শক্তিশালী হতে চলেছে। আশা করা হচ্ছে আগামী ৬ মাসে সেই বিস্ফোরক তৈরি করা সম্ভব হতে পারে। এদিকে SITBEX 1 নামক থার্মোবেরিক বিস্ফোরকেরও ফের পরীক্ষা চালায় ভারতীয় নৌসেনা।

সেই বিস্ফোরকটিকেও অনুমোদন দেওয়া হয়েছে। তাই ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেডের তৈরি প্রথম থার্মোবেরিক বিস্ফোরক SITBEX 1 ও SEBEX 2 বিস্ফোরকই ‘Make in India’ প্রকল্পের অধীনে তৈরি করেছে সংস্থাটি। জানা গিয়েছে, পারমাণবিক অস্ত্র বাদ দিলে বাকি বিস্ফোরকের তুলনায় বেশি শক্তিশালী এই সেবেক্স-২। স্বভাবতই এর ধ্বংসাত্মক শক্তি অনেকটাই বেশি। উৎপাদক সংস্থা সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই আরও শক্তিশালী অ বিস্ফোরক আনতে চলেছে তারা। সেনা তরফে জানানো হয়েছে, এই বোমা ক্ষেপণাস্ত্র ছাড়াও শূন্য থেকেও ছোড়া যায়। দীর্ঘ দিন ধরেই ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রগুলির উপর নির্ভরতা ক্রমশ কমিয়ে আনতে চাইছে। সেবেক্স-২ তৈরি এবং ব্যবহারে ছাড়পত্র দেওয়া সেই প্রক্রিয়ারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।