ad
ad

Breaking News

Mumbai College Dress

Mumbai College Dress: ফের মুম্বাইয়ের কলেজে পোশাকবিধি বিতর্ক, ছেঁড়া জিন্স, টি-শার্টে নিষেধাজ্ঞা

হিজাব পড়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করে আগেই বিতর্কে জড়িয়েছিল মুম্বই-এর একটি কলেজ। এবার বিতর্কের কেন্দ্রে এন জি আচার্য ও ডি কে মারাঠে কলেজ

Dress code debate in Mumbai college again, ban on ripped jeans, t-shirts

সংগৃহীত

Bangla Jago Desk: হিজাব পড়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করে আগেই বিতর্কে জড়িয়েছিল মুম্বই-এর একটি কলেজ। এবার বিতর্কের কেন্দ্রে এন জি আচার্য ও ডি কে মারাঠে কলেজ। ছেঁড়া-জিন্স ও টিশার্টে নিষেধাজ্ঞা জারি এই দুই কলেজ কর্তৃপক্ষের। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ। 

[ আরও পড়ুন: চোপড়া কাণ্ড: জেসিবি’র পর এবার পুলিশের জালে আমিরুল

হিজাব পরায় মুম্বইয়ের একটি কলেজের তরফ থেকে হিজাবে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়াদের একাংশ। এবার কলেজ ক্যাম্পাসে টি-শার্ট ও টর্ন জিন্স পরায় নিষেধাজ্ঞা জারি করল কলেজ কর্তৃপক্ষ। বাণিজ্যনগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে এহেন নিষেধাজ্ঞায় দানা বেঁধেছে বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এনজি র্আচার্য ও ডি কে মারাঠে কলেজ। পড়ুয়ারা কলেজে পৌঁছে পোশাকবিধি সংক্রান্ত এই নোটিশ দেখা মাত্রই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। কলেজ কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছে, ক্যাম্পাসে উপস্থিত পড়ুয়াদের পোশাকে শালিনতা বজায় রাখতে হবে। ছাত্রদের জন্য হাফ শার্ট, ফুল শার্টের সঙ্গে ট্রাউজার পরায় কোনও নিষেধাজ্ঞা নেই।

মেয়েদের পরনে ভারতীয় এবং পাশ্চাত্য পোশাক বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে জানানো হয় যে, এমন কোনও পোশাক পরা যাবে না, যেখানে সাংস্কৃতিক বৈষম্য প্রকাশ পায়। কিছুদিন আগেই হিজাব, টুপি জাতীয় জিনিস পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পর বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আদালতের তরফ থেকে খারিজ করা হয়েছিল সেই মামলা। এবার ছেঁড়া জিন্স অর্থাৎ টোর্ন জিন্স পরায় নিষেধাজ্ঞা জারি হলে নতুন করে বিতর্ক দানা বাঁধে। কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়াদের একাংশ।