ad
ad

Breaking News

Hathras stampede

Hathras stampede: মহিলা-শিশুদের সারি সারি মৃতদেহ দেখে হার্ট অ্যাটাকে মৃত্যু পুলিশ কনস্টেবলের

এর মধ্যে অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ১০৫,১১০,১২৬(২ ), ২২৩ ও ২৩৮ নম্বর ধারায় দায়ের হয়েছে মামলা।

A police constable died of a heart attack after seeing dead bodies of women and children

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk :  হাথরাসের ধর্মীয় অনুষ্ঠানে হাজির ছিল পুলিশ। অনেক পুলিশ কর্মীকেই দেখা যায়,হাত তুলে ধর্মগুরুর বন্দনা করতে। সেই ভিড়ের মাঝেই ছিলেন পুলিশ কনস্টেবল রবি যাদব। যিনি ক্যুইক রেসপন্স টিমের সদস্য ছিলেন। মঙ্গলবার তিনি ভিড়ের মাঝে হাজির হন। কিন্তু ছোট মাঠে হুড়োহুড়ির সময় পড়ে যান। সেসময়ই তাঁর হার্ট অ্যাটাক হয়। তারপর এটা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এপর্যন্ত শতাধিক মানুষের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের অনেকের দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিন্তু সত্সঙ্গ কর্তৃপক্ষ ভিড়ে হাজির মানুষের সংখ্যা গোপন করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে কনস্টেবল ললিত চৌধুরী জানিয়েছেন, যখন অন্যান্য মহিলাও শিশুরা পদপিষ্ট হয়ে মারা যান তখন সেই দৃশ্য দেখে স্থির থাকতে পারেননি রবি যাদব। তিনি মর্মান্তিক মৃত্যুমিছিল দেখে মানসিকভাবে বড় ধাক্কা খান। হার্ট অ্যাটাক হলে পড়ে যান। পুলিশ কর্মীরা মনে করছেন, আতঙ্কের জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।কেউ বলছেন,ছোট পরিসরে এত মানুষকে হাজির করানোর জন্য বিপদ হয়। শ্বাসরোধ হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ১২০-র বেশি । কারণ স্বঘোষিত গুরুকে প্রণাম করে বেরোনোর সময় অনেকে চেষ্টা করেও ছোট জায়গা দিয়ে বেরুতে পারেননি। তাই এই অব্যবস্থায় এতগুলো মানুষের মৃত্যুতে আয়োজকরা প্রশ্নের মুখে। কড়া শাস্তির দাবি উঠেছে তাঁদের বিরুদ্ধে।

[ আরও পড়ুন :

Mamata Banerjee: আইনশৃঙ্খলা নিয়ে নবান্নে বৈঠক,আইন হাতে নিলে কড়া ব্যবস্থা  রাজ্যের

উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত বেড়ে ১২০। যাঁদের মধ্যে ১০৬জন মহিলাও শিশু রয়েছে। এই ঘটনায় সত্সঙ্গ আশ্রম ঘিরে ফেলেছে পুলিশ। তথাকথিত গডম্যান বিশ্ব হরি ভোলে বাবাকে গ্রেফতারের জন্য তত্পরতা বাড়িয়েছে পুলিশ। ঘটনার পর দেখা যায় ফুলারি গ্রাম ঘিরে ফেলে  পুলিশ । আশঙ্কা করা হচ্ছে তাঁকে গ্রেফতার করা হবে। স্বঘোষিত এই ধর্মগুরু কেন এই মানুষের থাকার উপযুক্ত ব্যবস্থা না করে অনুষ্ঠান করতে গেল তা নিয়ে সবমহলে প্রশ্ন উঠছে।রাম কুঠির চ্যারিটেবল ট্রাস্টের  ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।  ঘটনাস্থলে যেতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসনের   সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাথরসের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে।  

[ আরও পড়ুন : Hathras: হাথরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১৬, বাবা হরির আশ্রম ঘিরে ফেলল পুলিশ

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজক সৎসঙ্গ কমিটিকে দায়ী করছেন অনেকে।কারণ গুরুর পা ছোঁয়ার জন্য যেভাবে ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায় তাতে আয়োজক কমিটি বেশ ফাঁপরে পড়েছে। আর এই সতসঙ্গের কাণ্ডজ্ঞানহীন ভূমিকার জন্য প্রশাসনের দিকে আঙুল তুলছে  বিরোধীরা। অনেকের দাবি,   ‘ভক্ত’দের হুড়োহুড়ির কারণেই এই ঘটনা।কিন্তু প্রশাসন কেন নজরদারি বাড়ায়নি তাই নিয়ে কিছু কিছু মহল জবাব চেয়ে সরব হয়েছে। এদিকে,উত্তরপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা ও আহতদের ৫০হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেছে। এর মধ্যে অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ১০৫,১১০,১২৬(২ ), ২২৩ ও ২৩৮ নম্বর ধারায় দায়ের হয়েছে মামলা।