ad
ad

Breaking News

Ajit Agarkar

বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন! কী বললেন নির্বাচক মন্ডলীর প্রধান অজিত আগারকার?

স্পষ্ট ভাষায় আগারকার জানালেন, আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কে গুলিয়ে ফেললে হবে না।

Virat's strike rate question! What said the head of the electoral council Ajit Agarkar?

Bangla Jago Desk : চলতি আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার জবাব দিলেন অজিত আগারকার। আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কে গুলিয়ে ফেললে হবে না। এমনকি বিরাটের স্ট্রাইক রেট নিয়ে আলোচনার প্রয়োজন বোধ করেনি নির্বাচকেরা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি খেলবে কিনা তা নিয়ে দীর্ঘ জল্পনা তৈরি হয়েছিল অবশেষে গত মঙ্গলবার 15 জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় যে দল ঘোষণা করা হয়েছে তাতে থাকছেন বিরাট কোহলি। তবে চলতি  আইপিএলে তার স্ট্রাইক রান রেট নিয়ে প্রশ্ন উঠেছে। এবার বিরাট কোহলির রানের গতি নিয়ে সমস্ত প্রশ্নে উত্তর দিলে নির্বাচক মন্ডলীর প্রধান অজিত আগারকার। দল ঘোষণার পর গত বৃহস্পতিবার অধিনায়ক রোহিত শর্মা কে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন নির্বাচন মন্ডল এর প্রধান আগারকার। বিরাটের স্ট্রাইক  রেট নিয়ে যে প্রশ্নের মুখে পড়তে হবে তাকে তা তার জানা ছিল।

স্পষ্ট ভাষায় আগারকার জানালেন, আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কে গুলিয়ে ফেললে হবে না। এমনকি বিরাটের স্ট্রাইক রেট নিয়ে আলোচনার প্রয়োজন বোধ করেনি নির্বাচকেরা। আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতার প্রয়োজন। দলে ভারসাম্য রয়েছে বলেই মনে করছেন নির্বাচক মন্ডলীর প্রধান। স্পষ্টতো আইসিসির টুর্নামেন্টে বিরাটের চাপ সামলানোর কৃতিত্বকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচক মন্ডলী। তবে বিরাট ও রোহিত শর্মাকে ওপেন করতে দেখা যাবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।