ad
ad

Breaking News

শেষ ওভারে RR এর থেকে ম্যাচ ছিনিয়ে নেয় SRH ! মাত্র ১ রানের ব্যবধানে ম্যাচ জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ

শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদ । এদিন প্রথম ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ ২০ ওভারে ২০১ রান করে ৩ উইকেট খুইয়ে । অপর দিকে রাজস্থান রয়্যালস ২০০ রান করে

SRH snatched the match from RR in the last over!

Bangla Jago Desk: রাজীবগান্ধী ইন্টার ন্যাশনাল স্টেডিয়াম  মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস । বিদ্ধংসী এই ম্যাচে কখনো দাপট দেখিয়েছে হায়দ্রাবাদ আবার কখনো দাপট দেখিয়েছে রাজস্থান রয়্যালস । তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদ । এদিন প্রথম ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ ২০ ওভারে ২০১ রান করে ৩ উইকেট খুইয়ে । অপর দিকে রাজস্থান রয়্যালস ২০০ রান করে । হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে কখনো হায়দ্রাবাদ দখলে রাখে ম্যাচটা আবার কখনো রাজস্থান আধিপত্য বজায় রাখে । এককথায় পেন্ডুলামের মতো ঘুরে শেষ হয় ম্যাচটা । দু দলেরই স্নায়ুর চাপ বারংবার বেড়েছে ।

 

তবে রজস্থানের পরাগ যখন অর্ধশতরান করে তখন মনে করা হয়েছিল ম্যাচটা রাজস্থানই জিতবে, যদিও শেষ রক্ষা হয় নি । ৪৯ বলে ৭৭ রান করার পরেই তাকে আউট করেন প্যাট কামিন্স । তখনই রীতিমতো ধাক্কা খায় রাজস্থান। মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতো প্যাট কামিন্স এদিন দুটো উইকেট নেন । তারপর ফের এগোতে থাকে রাজস্থান কিন্তু তারপরেও হায়দ্রাবাদের বোলাররা একের পর এক উইকেট নিতে থাকেন। যখন রাজস্থানের আর মাত্র ১১ বলে কুড়ি রানের দরকার সেই মুহূর্তেই কামিন্স আবারো উইকেট নিলেন, আউট হয়ে যান ধ্রুব জুরেল । রাজস্থানের ব্যাটাররা এদিন নিজেদেরকে উজাড় করে দিয়ে আপ্রাণ চেষ্টা করেন । শেষ পর্যন্ত তারা ২০০ রানে এসে আটকে যান । অপরদিকে হায়দ্রাবাদ এক রানের ব্যবধানে জিতে যায় ম্যাচটা।

হেডার