ad
ad

Breaking News

T-20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে নেই রিঙ্কু সিং, এবার উত্তর দিলেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার

এবার রিঙ্কু প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার।

Rinku Singh is not in the Indian team for the T20 World Cup, now the chief selector of the Indian team Ajit Agarkar has answered

Bangla Jago Desk : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মূল দলে অপ্রত্যাশিতভাবে নেই রিঙ্কু সিং। নির্বাচকেরা অতিরিক্ত স্পিনার রাখতে চেয়েছে যে কারণে যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব রা জায়গা পেয়েছে দলে। এবার রিঙ্কু প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার।

ভারতীয় দলের অন্যতম ফিনিশার রিঙ্কু সিং।আইপিএল থেকে শুরু করে জাতীয় দল, রিংকু সিং যেভাবে পারফর্ম করেছেন তাতে সবাই ধরেই নিয়েছিল ভারতের বিশ্বকাপ দলে প্রত্যাশিতভাবে থাকবেন তিনি। কিন্তু ৩০ এপ্রিল ঘোষিত দলে জায়গা হয়নি তার। রিজার্ভ হিসেবে আছেন তিনি।তার পাশাপাশি নেই লোকেশ রাহুলও। এই দুইজনকে পেছনে ফেলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নেন শিবাম দুবে, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, ঋষভ পন্ত ও যুজবেন্দ্র চাহাল। বিষয়টি নিয়ে বেশ সমালোচনাও হয়। বিশ্বকাপ দল নিয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রধান নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা। সেখানে রিংকু ও রাহুলকে দলে না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, রিংকু সিং ও শুভমান গিল রিজাভে থাকার মূল কারণ ভারতীয় দলে নির্বাচকেরা অতিরিক্ত স্পিনার রাখতে চেয়েছে যে কারণে যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব রা জায়গা পেয়েছে দলে। ২৬ বছর বয়সী রিংকু ভারতের হয়ে এ পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন ৩৫৬টি। গড় ৮৯ আর স্ট্রাইক রেট ১৭৬.২৩। ফিনিশার হিসেবে বেশ কার্যকর তিনি। বিশ্বকাপ দলে তার মতো একজন হার্ট হিটার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল  বলে মনে করছেন অনেকে।