ad
ad

Breaking News

IPL

স্টইনিসের পারফরম্যান্সই ম্যাচের ফলাফল নির্ধারণ করল

লখনউ সুপার জায়েন্টের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স

lsg win matches for Stoinis

Marcus Stoinis of Lucknow Super Giants during match 48 of the Indian Premier League season 17 (IPL 2024) between Lucknow Super Giants and Mumbai Indians held at the Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow on the 30th April 2024. Photo by Deepak Malik / Sportzpics for IPL

Bangla Jago Desk  : একানা স্পোর্টস এরিনায় এদিনের ম্যাচে লখনউ সুপার জায়েন্টের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নিজেদের ঘরের মাঠে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় কে এল রাহুল’রা। অসামান্য বোলিংয়ে মুম্বাইকে চেপে ধরে লখনউ। মহসিন খান প্রথমেই বার্থডে বয় রোহিত শর্মা’কে আউট করে ডাগ-আউটে ফেরান। পরিবর্ত ব্যাটার হিসেবে নামা সূর্য কুমার যাদবকেও পরের ওভারে ফিরতে হয় মার্কাস স্টইনিসের বলে। মাত্র ৭ রান করে নিজের ভুলেই রান আউট হয়ে ফিরতে হয় তিলক বর্মা’কে। নবীন-উল-হকের পরের বলেই ফিরতে হয় ক্যাপ্টেন হার্দিককে। হার্দিকের ব্যাটে এজে লেগে বল সরাসরি লখনউ উইকেট কিপার কে এল রাহুলের হাতে চলে যায়। মায়াঙ্ক যাদবের বলে ইশান কিশান পুল শট চালান সরাসরি ডি ককের হাতে গেলেও তিনি ক্যাচ মিস করেন। কিন্তু তারপরেও তেমন বড় রান তিনি কিরতে পারেননি। রবি বিষ্ণোই এর বলে আউট হয়ে ফিরতে হয় তাঁকে। অপরদিকে থাকা নেহাল ওয়াধেরা ৪১ বলে ৪৬ ইনিংস খেলেন। মহসিনের বলে বোল্ড হয়ে যান তিনি। টিম ডেভিডের ১৮ বলে ৩৫ রানের ইনিংস মুম্বই’কে একটা লড়াই করার রান পৌঁছে দেয়। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে মুম্বই।

অপরদিকে ব্যাট করতে নেমে কে এল রাহুল ২২ বলে ২৮ রান করে, হার্দিকের বলে আউট হয়ে ফিরে যান। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আরশিন কুলকার্নি প্রথম বলেই আউট হয়ে যান। তিন নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন মার্কাস স্টইনিস। তিনি ৪৫ বলে ৬২ রান করেন। সাতটি চার ও দুটি ছয় মারেন। তাঁর এই ইনিংসেই অনেক কাছাকাছি পৌঁছে যায় লখনউ। জয় নিশ্চিত করতে বাকি ব্যাটসম্যানরাও নিজেদের অবদান রাখেন। ১৯.২ ওভারেই লখনউ জয় তুলে নেয়।