ad
ad

Breaking News

Ms Dhoni

কামিন্সদের জন্য কোন ফাঁদ পাতলেন ধোনি ?

২৭৭ রানকে টপকে  যাওয়ার একটা সম্ভাবনা এই ম্যাচে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টক্কর যে ভালোই হবে তাও স্পষ্ট , কারণ ধোনির চেন্নাই বিধ্বংসী মেজাজে খেলে।

Dhoni set a trap for Cummins?

Bangla Jago Desk : আইপিএলে কখন যে কি হয় তা বলা মুশকিল।  এই টি-টোয়েন্টি ক্রিকেট একেবারে রোমাঞ্চে ভরা।  যখন্ই  একদল এগিয়ে যাচ্ছে,  পরবর্তীতে দেখা যাচ্ছে তাকে টপকে  এগিয়ে যাচ্ছে অন্য দল। প্যাট কামিন্সের টিম প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর কাছে হেরেছিল।

তবে তারপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিল কামিন্সের টিম । মুম্বই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে যেদিন ঝকঝকে ২৭৭ রানের ইনিংস খেলে সানরাইজার্স হায়দ্রাবাদ সেদিন রাতের ঘুম উড়েছিল দর্শকদের , রানের পর রানে কার্যত  বিস্ফোরণ হয়েছিল ।  উত্থান পতনের মধ্যে দিয়ে চলে আই পি এল। তাই অনেকেই মজা করে বলছেন টি-টোয়েন্টি লিগে ৩০০ রান আর খুব বেশি দূরে নেই।  তবে আজ হায়দ্রাবাদ  নামবে গতবারের চ্যাম্পিয়ন সিএসকের বিরুদ্ধে।

হায়দ্রাবাদ এই ম্যাচে ধোনির টিমের জন্য ঠিক কোন ফাঁদ তৈরি রাখছে সেটা এখনো স্পষ্ট নয় । তবে ২৭৭ রানকে টপকে  যাওয়ার একটা সম্ভাবনা এই ম্যাচে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টক্কর যে ভালোই হবে তাও স্পষ্ট , কারণ ধোনির চেন্নাই বিধ্বংসী মেজাজে খেলে। এদিকে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর কাছে হারতে হয়েছিল চেন্নাই কে।  ফলত  খানিকটা যে চাপে  রয়েছে এই ম্যাচে তা স্পষ্ট।