ad
ad

Breaking News

mumbai indians

আইপিএলের দ্বিতীয় বার শাস্তির মুখে হার্দিকের দল, স্লো ওভার রেটের জেরে জরিমানা

গত ১৮ এপ্রিল মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বই ক্রিকেট দল স্লো ওভার রেটের কবলে পড়ে।

Hardik's team faces second penalty in IPL, fined for slow over rate

Bangla Jago Desk : ফের স্লো ওভার রেটের কবলে মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌ এর কাছে হারের পর শাস্তি পেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। ম্যাচে স্লো ওভার রেটেড দেয় ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাকে। জরিমানা হয়েছে গোটা দলের। উল্লেখ্য চলতি আইপিএল টুর্নামেন্টের নিয়ম ভেঙেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াকে।

গত ১৮ এপ্রিল মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বই ক্রিকেট দল স্লো ওভার রেটের কবলে পড়ে। আর সেকারণে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফলে চলতি আইপিএলে দ্বিতীয়বার শাস্তির মুখে মুম্বাইয়ের অধিনায়ক। লখনওয়ের বিরুদ্ধে হেরে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের বড় ধাক্কা খেয়েছে। ম্যাচের পর এই শাস্তি ঘোষণা করা হয়েছে আইপিএলের তরফে।

হার্দিক অধিকায়ক হওয়ার কারণে তাকে বেশি জরিমানা দিতে হবে বাকিদের ছয় লক্ষ টাকা বা ২৫ শতাংশ ম্যাচ ফির মধ্যে যেটি কম, সেই অর্থ জরিমানা দিতে হবে। লখনোর বিরুদ্ধে ১৪৪ রানে ইনিংস শেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স। মার্কাস স্টোয়নিস এর ৪৫ বলে ৬২ রান লক্ষ্নোর জয় নিশ্চিত করে। আইপিএল এর পয়েন্ট তালিকায় তিনি উঠে এসছে লগ্ন দশটি ম্যাচের ছটিতে জিতেছে তারা সব সংখ্যক ম্যাচের সাতবার হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। লীগ তালিকায় বর্তমানে ১০ নম্বরে হার্দিকের দল।