ad
ad

Breaking News

Palestine

মার্কিন মুলুকে জয়শ্রীরাম ধ্বনি! তোলপাড় প্যালেস্তাইন

এই ভারত বিরোধিতার মাঝে অদ্ভুতভাবে এগিয়ে আসেন এক মার্কিন নাগরিক।তাঁর মুখে প্রতিবাদী স্বর হিসেবে শোনা যায় জয়শ্রীরাম ধ্বনি।

Voice of Jayashree in the United States! The uproar is Palestine

Bangla Jago Desk :মার্কিন মুলুকে প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের আক্রমণের প্রতিবাদ বাড়ছে।গর্জে উঠছেন প্যালেস্তাইনপন্থী বহু সংগঠন থেকে মানুষ।তাঁদের অভিযোগ,মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ইজরায়েল অমানবিকভাবে প্যালেস্তাইনের মানুষদের ওপর বোমাবর্ষণ করছে।

গায়ের জোরে ধ্বংস করে দিতে চাইছে ইয়াসের আরাফতের এই স্নেহধন্য প্রান্তরকে।তাই দেখা গেল মার্কিন মুলুকে প্যালেস্তাইনের প্রতি  অবিচারের অভিযোগ করছে প্রতিবাদীরা।যেখানে আবার ভারত বিরোধী স্লোগানও শোনা যায়।এই ভারত বিরোধিতার মাঝে অদ্ভুতভাবে এগিয়ে আসেন এক মার্কিন নাগরিক।তাঁর মুখে প্রতিবাদী স্বর হিসেবে শোনা যায় জয়শ্রীরাম ধ্বনি।একজন মার্কিন নাগরিকের মুখে এই জয়শ্রীরাম ধ্বনি শুনে হতবাক হয়ে যান আমেরিকার নাগরিকরা।বর্তমানে আমেরিকায় রয়েছেন বহু ভারতীয়।অনাবাসী ভারতীয়দের মুখে কখনও কখনও এই জয়শ্রীরাম ধ্বনি শোনা যায়।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যুবসমাজের মধ্যে এই জয়শ্রীরাম ধ্বনি দেওয়ার এই ঝোঁক বাড়ায় তাতে অন্য তাত্পর্য রয়েছে বলে অনেকের অভিমত।ইতিমধ্যে ইস্কনের মতো সংগঠনের প্রভাব বাড়ায় আমেরিকায় হরে কৃষ্ণ হরে রাম বলার চল বেড়েছে।এখন জয়শ্রীরাম উচ্চারণ করে মার্কিন যুবরা কী রামভক্ত হয়ে উঠছেন,এই প্রশ্নটাই বড় হয়ে উঠছে।