ad
ad

Breaking News

US Tornadoes

টর্নেডোয় তছনছ বহু এলাকা , চার মাসের শিশু সহ মৃত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে কয়েক ডজন টর্নেডোর আঘাতে চার মাসের শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া পৃথক পৃথক ঝডের তাণ্ডবে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন

Tornado razes many areas, 5 dead including 4-month-old baby

Bangla Jago Desk : মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে কয়েক ডজন টর্নেডোর আঘাতে চার মাসের শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া পৃথক পৃথক ঝডের তাণ্ডবে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। টর্নেডোর তাণ্ডবে সংশ্লিষ্ট এলাকাগুলোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

প্রাকৃতিক এই দুর্যোগে ওকলাহোমা অঙ্গরাজ্যেই চার ব্যক্তি নিহত হয়েছেন। সেখানকার বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অপর ব্যক্তি আইওয়া অঙ্গরাজ্যে মারা গেছেন বলে জানাগিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, গত শনিবার আঘাত হানা কিছু টর্নেডোয় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৮ কিলোমিটারের বেশি।

টেক্সাস থেকে মিজৌরি পর্যন্ত বয়ে যাওয়া টর্নেডোর কোথাও কোথায় ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে বলে এএফপির প্রতিবেদনে জানান হয়েছে। এই ধ্বংসাত্মক ঝড়টি ওকলাহোমার সালফার শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওকলাহোমা অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এই দুর্যোগে প্রায় ১০০ ব্যক্তির আহত হয়েছেন। সেখানকার অনেক ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। অনেক গাড়ি উল্টে গেছে।