ad
ad

Breaking News

Taiwan

সাত সকালে কেঁপে উঠলো তাইওয়ানের রাজধানী তাইপেই

Bangla Jago Desk : সাত সকালে কেঁপে উঠলো তাইওয়ান। এই ভূমিকম্পটি হয় বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেইতে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.8 । এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয় ক্ষতি ও হয়েছে তাইপেইতে।আবহাওয়াবিদরা এই ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করেছে । 🚨BREAKING: 7.5 magnitude earthquake in Taipei, Taiwan just moments ago #earthquakepic.twitter.com/mLD6DpNZw8 — AJ […]

Taipei, the capital of Taiwan, shook at seven in the morning

Bangla Jago Desk : সাত সকালে কেঁপে উঠলো তাইওয়ান। এই ভূমিকম্পটি হয় বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেইতে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.8 । এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয় ক্ষতি ও হয়েছে তাইপেইতে।আবহাওয়াবিদরা এই ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করেছে ।

স্থানীয় সূত্র খবর অনুযায়ী , বুধবার সকাল ৮ টা নাগাদ হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠে তাইওয়ানের রাজধানী তাইপেই। ভূবিদদের দাবি , এই কম্পনটির উৎসস্থল তাইওয়ানের হুয়ালিয়ন শহরের থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে, এবং ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে। ভূবিদরা জানান , বিগত ২৫ বছরের সব থেকে বড় ভূমিকম্প এটি। তবে এই কম্পনেরটি মাত্র ৩০ মিনিট পর্যন্ত হয় । আর এর মাত্রা এতটাই বেশি ছিল যে বহু বাড়ি ভেঙে পড়েছে।

সূত্রের খবর অনুযায়ী , এই ভূমিকম্পের ফলে প্রায় ৫০ জন আহত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৪ জনের । তবে বহুমানুষের প্রানহানির আশঙ্খা করা রয়েছে। এছাড়াও , এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি আবহাওয়াবিদরা এই ভূমিকম্পের ফলে সুনামি সর্তকতা জারি করেছে । এছাড়াও, এই ভূমিকম্পের ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভূমিকম্পের ফলে তাইওয়ান প্রশাসন আপাতত তাইওয়ানে মেট্রো ও রেল পরিষেবা বন্ধ রেখেছে। পাশাপাশি ভূমিকম্পে উদ্ধারকাজও যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে।