ad
ad

Breaking News

United States

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ুয়াদের বিক্ষোভ,  বিক্ষোভ দমনে পুলিশ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে সরব প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ শুরু করেছে পড়ুয়ারা।

Student protests in universities in the United States, police to suppress the protests

Bangla Jago Desk : যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ও বিক্ষোরত পড়ুয়াদের দখল করে রাখা অ্যাকাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে সরব প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ শুরু করেছে পড়ুয়ারা। পুলিশ আন্দলনরত পড়ুয়াদের দমন করতে এলে রড়ুয়াদের সঙ্গে পুলিশদের প্রায় খন্ডযুদ্ধ বাধে। এ প্রতিবাদের জেরে হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গত মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। স্নাতক অনুষ্ঠানের মাত্র কয়েক দিন আগে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বিক্ষোভকারীদের তাঁবুর অস্থায়ী শিবিরগুলো অপসারণে রিতিমত হিমশিম খাচ্ছে। কিন্তু গাজায় চলমান যুদ্ধ নিয়ে শিক্ষার্থীরা কেনইবা এত প্রতিবাদমুখর, যে বিষয়ে প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত উল্লখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ও পরে গাজায় শুরু করা ইসরায়েলি বাহিনীর অভিযানে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে যুদ্ধবিরোধী সমাবেশ, অবস্থান, অনশনের মতো কর্মসূচি পালন করেছেন। তবে অতিসম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবুর শিবির গড়ে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।





বিক্ষোভরত শিক্ষার্থীদের মূলত দাবি, তাঁদের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্রের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ না করে ও তাদের কাছ থেকে কোনো তহবিল বা সুবিধা না নেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘গণহত্যা থেকে বিচ্ছিন্ন’ থাকার আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা।