ad
ad

Breaking News

Pakistan

পথ দুর্ঘটনার বলি ২০! আহত আরও ১৫

এই দুর্ঘটনার জেরে অন্তত পক্ষে ২০ জন যাত্রীর মৃত্য হয়েছে বলে সূত্রের খবর

Road accident victims in Pakistan 20! Another 15 were injured

Bangla Jago Desk : পাকিস্তানের উত্তরপ্রান্তে লাগাতার পথদুর্ঘটনা লেগেই রেয়েছে। কখনও খারাপ রাস্তার জের, তো কখনও আবার অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রায়শই বিভিন্নস্থান থেকে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এমনকি অনেক সময়ই অপেশাদার চালকদের পেশাদারিত্বের অভাবেও ঘটে যায় দুর্ঘটনা। এবার ফের পাকিস্তান থেকে পথদুর্ঘটনার খবর সামনে আসছে। জানা যাচ্ছে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তায় চলাচল করতে গিয়ে আচমকাই খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার জেরে অন্তত পক্ষে ২০ জন যাত্রীর মৃত্য হয়েছে বলে সূত্রের খবর।

গুরুতর আহত অবস্থায় অন্ততপক্ষে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় নিখোঁজ বহু যাত্রী। এবারের এই দুর্ঘটনাস্থল গিলগিট-বালটিস্তান কারাকোরাম হাইওয়ে। যাত্রীবোঝাই ওই বাস হুনজার দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণেই চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বলে অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে। তৎক্ষনাতই এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। সকল যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করে তারা। উদ্ধারকারী দল সূত্রে খবর ঘটনাস্থলেই প্রায় ২০ জনের মৃত্য হয়। বাকিদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

তাদের হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করা হয়। স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। অন্যান্যদের খোঁজে তল্লাশি অভিযান জারি থাকে উদ্দারকারী দলের। পরে বাড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল।  তবে গিলগিটে এই দুর্ঘটনা এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে। বারংবার ওই অঞ্চলে দুর্ঘটনার পরও উদাসীন মনোভাব স্থানীয় প্রশাসনের।