ad
ad

Breaking News

Nepal

Nepal : নেপালের টাকায় ছাপা মানচিত্রে ভারতের তিন অংশ! ক্ষোভ ভারতের বিদেশমন্ত্রকের

নেপালের মানচিত্রে ভারতের তিন এলাকা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি নেপালের নতুন ১০০ টাকার নোটে যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভারতের তিনটি এলাকা অন্তর্ভুক্ত কড়া হয়েছে।

Nepal : Three parts of India on the map printed in Nepalese money! The anger of the Indian Ministry of External Affairs

Bangla Jago Desk : নেপালের মানচিত্রে ভারতের তিন এলাকা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি নেপালের নতুন ১০০ টাকার নোটে যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভারতের তিনটি এলাকা অন্তর্ভুক্ত কড়া হয়েছে। ভারতীয় ভূখণ্ড লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। যা জ্বলজ্বল করছে সদ্য প্রকাশিত নেপালের নতুন ১০০ টাকার নোটে। জানা গিয়েছে, নেপালের ক্যাবিনেট এই বিষয়টি অনুমোদন দেয়।

[ আরও পড়ুন : Brazil Raining: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৭ ]

এই বিষয়টি সামনে আসতেই বিতর্ক তুঙ্গে। ভারতের তরফে তীব্র প্রতিবাদ করা হয়েছে। মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানিয়েছেন, নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে। আর তার মাঝেই ওরা একতরফা ভাবে এমন করল। কিন্তু তাতে বাস্তব বদলাবে না।





ওই তিন এলাকা ভারতীয় ভূখণ্ডেরই অংশ। কিন্তু নেপালও দীর্ঘদিন ধরে দাবি করেছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি তাদেরই অংশ। এর আগে ২০২০ নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল, সেখানে ওই তিন এলাকা তাদের দেশের অংশ বলে দেখানো হয়। সেই বিতর্ক চলাকালীন এবার নতুন নোট সামনে আসায় বিষয়টি অন্য মাত্রা পেল।