ad
ad

Breaking News

ex-Pakistan senator

২০২৬-র নভেম্বরের মধ্যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে, উস্কানিমূলক বক্তব্য পাকিস্তানের প্রাক্তন সিনেটরের

পাকিস্তানের প্রাক্তন সিনেটর ফয়সাল আবেদি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করেছেন আবেদি।

India will be fragmented by November 2026 ex-Pakistan senator

Bangla Jago Desk: পাকিস্তানের প্রাক্তন সিনেটর ফয়সাল আবেদি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করেছেন আবেদি। যে মন্তব্য একেবারেই উস্কানিমূলক বলে মনে করছে ভারতের বিদেশ মন্ত্রক। আবেদি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের অখন্ডতা নিয়ে নিজের ব্যক্তিগত মত পোষণ করেছেন। আবেদি বলেছেন ২০২৬ সালের নভেম্বরের মধ্যে ভারত বেশ কয়েকটি টুকরো হয়ে যাবে। ২০২৪ এর লোকসভা নির্বাচন নিয়েও নানারকম উস্কানিমূলক বক্তব্য উঠে এসেছে আবেদীর গলায়। এমনকি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিয়েও এই ধরনের মন্তব্য করেছেন পাকিস্তানের এই প্রাক্তন সিনেটর।

পাকিস্তানের এই প্রাক্তন সিনেটর এমনও মন্তব্য করেছেন ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও পাকিস্তান ভারতের আচরণে নাকি সন্তুষ্ট নয়। আবেদি এমন মন্তব্য করেছেন যে ভারতের নরেন্দ্র মোদী সরকারকে ধ্বংস করতে হবে। আবিদির এই উস্কানিমূলক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এই ধরনের বক্তব্য প্রতিবেশী রাষ্ট্রগুলির সুসম্পর্ক ধ্বংস করবে এমন আশঙ্কা করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ বাধাতেই এ ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন আবেদি, মত ভারতের। এই ধরনের উস্কানি মূলক মন্তব্যে ভারতের অখন্ডতাকে চিড় ধরাতে পারবে না, পারবি না প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে, মত বিদেশ মন্ত্রকের।

পাকিস্তানের প্রাক্তন সিনেটর আবিদির এই ধরনের উস্কানিমূলক মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে কড়ি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বহু মানুষ। একজন এমন মন্তব্য করেছেন, নিজেদের দেশের দিকে নজর রাখুন যেভাবে গরিব থেকে গরিব হয়ে উঠছে পাকিস্তান। অন্য দেশের বিষয়ে নাক গলাতে আসবেন না। ভারত নিজেরটা ঠিক বুঝে নেবে, কিভাবে পাকিস্তান বাঁচে সে দিকে ভাবুন। আর একজন মন্তব্য করেছেন, পাকিস্তানের নাগরিকদের নিজস্ব কাজ একসঙ্গে কিভাবে করা যায় সেদিকে মনোনিবেশ করা উচিত। দেশের মঙ্গল কোন পথে আসে তা ভাবা উচিত অন্যের দেশ সম্পর্কে প্ররোচনামূলক মন্তব্য না করে। আর একজন মন্তব্য করেছেন, ভারত নয়, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাওয়ার হাত থেকে কিভাবে বাঁচানো যায় তা ভাবুন।