ad
ad

Breaking News

কানাডাকে তিরস্কার ভারতের  !  জাস্টিন ট্রুডো বিচ্ছিন্নতা ও চরমপন্থা রাজনীতিকে স্থান দিচ্ছেন ! কড়া প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

বারো ভারত কানাডার রাজনৈতিক টানাপোড়েন শুরু ।  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপস্থিতিতে  এক অনুষ্ঠানে  খালিস্থান জিন্দাবাদ স্লোগান ওঠায়  দেশ জুড়ে তোলপাড় । 

Blame Canada! Justin Truoppi proposed a place for the opposition

Bangla Jago Desk : আবারো ভারত কানাডার রাজনৈতিক টানাপোড়েন শুরু ।  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপস্থিতিতে  এক অনুষ্ঠানে  খালিস্থান জিন্দাবাদ স্লোগান ওঠায়  দেশ জুড়ে তোলপাড় ।  ট্রুডোর সামনেই  খালিস্তান রাষ্ট্র করার  স্লোগান ওঠে  ।  আর এ বিষয়ে  ট্রুডো যে প্রতিক্রিয়া দেন তার পরেই ভারত নড়ে চড়ে বসে । ট্রুডো স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন , আমাদের কাজ রাজনৈতিক বিরোধিতাকে দমন করা নয়। ট্রুডোর এই মন্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে রণধীর জয়সওয়াল  বলেন যে, এই মন্তব্যগুলি আবারও কানাডায় বিচ্ছিন্নতাবাদ, চরমপন্থাকে উসকে দিচ্ছে ।ট্রুডোর এধরণের মন্তব্য দু দেশের সম্পর্ককে আরো তলানিতে আনছে ।

উল্লেখ্য গত রবিবার কানাডার  টরন্টোয়  খালসা দিবসের  একটি অনুষ্ঠানে হাজির হন ট্রুডো ।  সেই অনুষ্ঠানে  যখন তিনি বক্তৃতা দিতে  অংশ  নিয়েছিলেন সে সময়্ই  জাস্টিন ট্রুডোর   সামনে  খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়।  ভারতের তরফ থেকে আরো বলা হয়েছে এই বক্তব্য শুধুমাত্র ভারত কানাডা সম্পর্ককে উত্তপ্ত করে না  ,অপরাধ মূলক পরিবেশ কে বাড়িয়ে দেয় ।
মাস সাতেক আগে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যায় ভারত জড়িত  বলেও  কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন । এবার ফের তার উস্কানিমূলক বক্তব্য । যা দুদেশের  সম্পর্ককে আবারো আগের জায়গায় নিয়ে গেছে ।