ad
ad

Breaking News

USA

আমেরিকায় ধৃত ৯০০ পড়ুয়া ! কিন্তু কেন ?

বিগত ১০ দিনে প্রায় ৯০০ পড়ুয়াকে গ্রেফতার করেছে ওই দেশের পুলিশ

900 students caught in America

Bangla Jago Desk : দাবি ছিল প্যালেস্টাইনকে মুক্ত করার। আর সেই দাবিকে সামনে রেখেই উত্তাল হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিগত ১০ দিনে প্রায় ৯০০ পড়ুয়াকে গ্রেফতার করেছে ওই দেশের পুলিশ। এবং এই ৯০০-র মধ্যে বস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, টেম্পের অ্যারিজ়োনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ২০০ জন আন্দোলনরত পড়ুয়াদেরকে গ্রেফতার করার খবর প্রকাশ্যে এসেছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। ভিডিয়োগুলিতে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের ঘটনা উঠে এসেছে। প্যালেস্টাইন-ইজরায়েল নিয়ে তাদের এই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করছে, এমনটাই মনে করছে ওই দেশের প্রশাসন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া প্রতিক্রিয়া অনুযায়ী- ” বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের পতাকা টাঙিয়েছিলেন, এগুলো আমাদের নীতিবিরুদ্ধ। প্রতিটি পতাকা সরানো হয়েছে।” সব মিলিয়ে, এই বিক্ষোভ ভবিষ্যতে কোনদিকে বাঁক নেয়, এখন সেটাই দেখার।