ad
ad

Breaking News

Share Market

চাঙ্গা শেয়ার বাজার! ভোটের মরশুমে ঊর্ধ্বমূখী শেয়ার বাজার

বুলের দাপটে কার্যত মাইলস্টোন ছুঁল শেয়ার বাজার। সেনসেক্স পার করল ৭৫ হাজার।  সূচক বাড়ল ৩৮১ পয়েন্টে। নিফটি সূচক পার করল ২২ হাজার ৭০০।

Stock market up during election season

Bangla Jago Desk : ভোটের মরশুমে ঊর্ধ্বমূখী শেয়ার বাজার। বুলের দাপটে কার্যত মাইলস্টোন ছুঁল শেয়ার বাজার। সেনসেক্স পার করল ৭৫ হাজার।  সূচক বাড়ল ৩৮১ পয়েন্টে। নিফটি সূচক পার করল ২২ হাজার ৭০০। তবে ভোটের মুখে চাঙ্গা হলেও পতনের সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

চড়চড়িয়ে বাড়ছে শেয়ার বাজার। ভোটের মুখে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সকলেই খুশিতে রয়েছে। বুলের দাপটে নতুন মাইলস্টোন ছুঁল শেয়ার বাজার। সেনসেক্স পার করল ৭৫ হাজার। সূচক বাড়ল ৩৮১ পয়েন্টে। নিফটি সূচক পার করল ২২ হাজার ৭০০। শেয়ারবাজারে চাঙ্গা হল টাটা মোটর্স, ইনফোসিস, টিসিএস, উইপ্রো। তবে বর্তমানে শেয়ার বাজার চাঙ্গা হলেও যে কোন মূহুর্তে যে বাজারের পতন ঘটবে না তাতো হলফ করে বলা যায় না। এদিকে গত বছর স্মল ক্যাপ বা ছোট শেয়ার এবং মিড ক্যাপ বা মাঝারি দামের শেয়ারগুলি  দ্রুত বেড়েছিল।

তবে বিগত বেশ কেয়কদিন ধরে শেয়ার বাজার যেভাবে বাড়ছে তাতে  ব্লু চিপ বা লার্জ ক্যাপ শেয়ারগুলিও হু হু করে বাড়ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার ও অটোমোবাইল সংস্থার শেয়ার অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে। ৭৫ হাজার পার করল। এবার দেখার সপ্তাহের শেষে এটা কতোতে দাঁড়ায়। যারা প্রচুর লাভ ঘরে তুলল, তারা শেয়ার বিক্রি করে সেই টাকা পকেটে ভরতে পারেন কিংবা বিনিয়োগ চালিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার। তবে বিনিয়োগ চালিয়ে গেলে শেয়ার বাজার আরও বাড়বে। তবে শেয়ার বাজার চাঙ্গা থাকলেও পতনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অর্থনৈতিক বিশেষজ্ঞরা।