ad
ad

Breaking News

Business

ভোটের আগে ফের নয়া রেকর্ড সূচকের

নতুন উচ্চতা গড়ে প্রায় ২২,৫০০ -র কাছে পৌঁছাল ভারতীয় শেয়ার সূচক নিফটি।

New record index before the vote

Bangla Jago Desk, Parthasarathi Guha : নতুন উচ্চতা গড়ে প্রায় ২২,৫০০ -র কাছে পৌঁছাল ভারতীয় শেয়ার সূচক নিফটি। সেনসেক্সও পাল্লা জমাল যথারীতি। যদিও এই উত্থানে তাল কাটল মিড ক্যাপ ও স্মল ক্যাপে লগ্নিকারীদের মাই ডিয়ার শেয়ারে লাগামছাড়া বিক্রিতে। লোকসভা নির্বাচনের ঠিক আগে ভারতীয় শেয়ার বাজার কেমন থাকবে তা নিয়ে এইমুহূর্তে জোর গুঞ্জন চলছে। বেশিরভাগ বিশেষজ্ঞর বক্তব্য, ভারতীয় শেয়ার বাজার হয়তো ধরেই নিয়েছে তৃতীয়বারের জন্য এনডিএ-র প্রত্যাবর্তন এর কথা। সেজন্য আগাম উত্থান ঘটে গিয়েছে বাজারে।
সেদিক থেকে দেখলে বিগত কয়েকমাসে প্রায় ৫-৬ হাজার পয়েন্ট বেড়েছে নিফটি। অপরদিকে সেনসেক্সও কমবেশি ২০ হাজার পয়েন্ট জুড়ে নিয়েছে তার সাফল্যের পালকে।

বুধবার, ৬ মার্চ অবশ্য ভারতীয় শেয়ার সূচকের কিছুটা নিচের দিকেই ঝুঁকে শুরু করেছিল। পরের দিকে অবশ্য সেই ক্ষত মেরামত করে ইতিবাচক হয়ে ওঠে বাজার। ওঠা-পড়ার নিরিখে এদিনের বাজারে প্রায় ২০০ পয়েন্ট ইধার-উধার হয়েছে। তবে শঙ্কা জাগিয়ে লগ্নিকারীদের অত্যন্ত প্রিয় মিডক্যাপ ও স্মলক্যাপের শেয়ারগুলিতে কাঁপুনি ধরানো পতন হয়েছে। গত কয়েকমাস ধরে লগ্নিপ্রিয় সুজলন, জেপি ইনফ্রা, জিভিকে পাওয়ার, ইউনিটেক দারুণ বেড়েছে। সেসব শেয়ারেও বেয়ার তথা নেতিবাচক প্রভাব পড়েছে।

শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন চলাকালীন বাজার এমনই থাকবে। যেসব শেয়ার অত্যন্ত বেড়েছে সেখানেও বিক্রির ধুম থাকবে। সেজন্য আপাতত লগ্নিতে খানিকটা রাশ টেনে ভোট পরবর্তী সময়ের অপেক্ষার কথা বলছেন তাঁরা। এক্ষেত্রে আবার বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আরও কিছুটা সেটব্যাক হতে পারে লোকসভা ভোট পর্যন্ত। ভোট পরবর্তী পর্যায়ে সূচক নিজের দিশা ঠিক করবে। একটা অন্যমতও আছে। সেইঅনুযায়ী লোকসভা নির্বাচনে যদি কোনওভাবে বিজেপি তথা এনডিএ ধরাশায়ী হয় তাহলে কিন্তু নিফটি এবং সেনসেক্স বড় পতনের সম্মুখীন হবে। যদিও আপাতত সেদিকে নজর দিচ্ছেন না অনেকেই। তাঁরা বুঁদ হয়ে আছেন বাজারের সাম্প্রতিক সাফল্যে।