ad
ad

Breaking News

Share Market

শেয়ার বাজারে ব্যাপক ধস, লোকসানের মুখে লগ্নিকারীরা

৮.২১ লক্ষ কোটি লোকসানের মুখে পড়াতে হতে পারে লগ্নিকারীদের।

Massive collapse in the stock market, investors in the face of losses

Bangla Jago Desk : আশঙ্কাকে সত্যি করে ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই ব্যাপক ধসের মুখে পড়ল শেয়ার বাজার। স্বাভাবিকভাবেই লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ। ৮.২১ লক্ষ কোটি লোকসানের মুখে পড়াতে হতে পারে লগ্নিকারীদের।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরান দূতাবাসে হয় ক্ষেপনাস্ত্র হামলা। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৩ জন। মৃতদের মধ্যে দুজন ইরানি সেনাকর্তাও ছিলেন। ওই হামলার পেছনে ইজরায়েলকে দায়ী করছে তেহরান। তারপরও ইরানের তরফ থেকে ইজরায়েলকে দেওয়া হয়েছে লাগাতার সতর্কবার্তা। অবশেষে শনিবার থেকেই ইজরায়েলকে লক্ষ করে একের পর এক মিসাইল হামলা শুরু করে তেহরান। আতঙ্কের সৃষ্টি হয় তৃতীয় বিশ্বযুদ্ধের। সেই আশঙ্কার সঙ্গে শেয়ার বাজারে ধসের আশঙ্কাও প্রবল হচ্ছিল। আর সোমবার বাজার খুলতেই সেই আশঙ্কাতে পড়ল সিলমোহর। যুদ্ধের আবহে বিশাল ধস নামল শেয়ার বাজারে। দিনের শুরুতেই ৭৩৬ পয়েন্ট পতন ঘটল শেয়ার বাজারে। যার জেরে সেনসেক্স দাঁড়াল ৭৩ হাজার ৫০৮-এ।

অন্যদিকে ২৩৪ পয়েন্ট পতন হয় নিফটিতেও। ২২ হাজার ২৮৫ তে দাঁড়ায় নিফটি। স্বাভাবিকভাবেই কপালে চিন্তার বাঁজ পড়ে শেয়ারে লগ্নিকারীদের। সূত্রের খবর, এই বিশাল ধসের কারনে ৮.২১ লক্ষ কোটি লোকসানের মুখ দেখতে হবে লগ্নিকারীদের। এই ধসের জেরে জোর ধাক্কার মুখে, টাটা মোটর্স, বাজাজ ফিন্যান্স সার্ভিস, টাটা স্টিল ও এসবিআই-এর মতো সংস্থাগুলো। বিশেষজ্ঞদের মতে, চলতি সপ্তাহে বাজারের উপর একাধিক বিষয় নির্ভরশীল। একাধিক সংস্থার ফলাফল শেয়ার বাজারে ধসের কারনে খারাপ হলে বাজারের হাল আরও নিম্নমুখী হতে পারে।