ad
ad

Breaking News

Google Pay

ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সাউন্ডপড আনছে গুগল পে

দেশের ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক সুবিধা দেওয়ার জন্য সাউন্ড পড আনার পরিকল্পনা করেছে গুগল পে।

Google Pay brings SoundPod to small and medium businesses

Bangla Jago Desk, Mou Basu  : দেশের ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক সুবিধা দেওয়ার জন্য সাউন্ড পড আনার পরিকল্পনা করেছে গুগল পে। গত বছর পাইলট প্রকল্পে এই সাউন্ড পডের লিমিটেড এডিশন চালু করে গুগল পে। এবার গোটা দেশেই সার্বিক ভাবে সাউন্ড পড চালু করল গুগল পে।

সাউন্ড পড হল এমন একটা যন্ত্র যার মাধ্যমে ব্যবসায়ীরা কিউআর কোড মারফত পেমেন্টের নোটিফিকেশন পাবেন। কিউআর কোড মারফত পেমেন্ট হলেই সাউন্ড পডে অডিও অ্যালার্ট আসবে।গুগলের আধিকারিক অম্বরিশ কেঙ্ঘে জানান, পাইলট প্রকল্পে অংশ নেওয়া ব্যবসায়ীদের কাছ থেকে আমরা ইতিবাচক ফিডব্যাক পাই। তাঁরা আমাদের জানান চেকআউট টাইম কমেছে।

আগামী কয়েক মাসের মধ্যে সাউন্ড পড চালু করা হবে এদেশে। আশাকরি এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে এদেশে চালু হয় গুগল পে। গুগল পে এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছে। এর ফলে বিদেশের মাটিতেও ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু হয়েছে।