ad
ad

Breaking News

Flipkart

অনলাইনে ক্রেতাদের কেনাকাটায় সুবিধা দিতে নিজস্ব ইউপিআই ব্যবস্থা আনল ফ্লিপকার্ট

জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট অনলাইনে ক্রেতাদের কেনাকাটার সুবিধা দিতে বিশেষ উদ্যোগ নিল

Flipkart launched its own UPI system to facilitate online shopping

Bangla Jago Desk , Mou Basu : জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট অনলাইনে ক্রেতাদের কেনাকাটার সুবিধা দিতে বিশেষ উদ্যোগ নিল। গুগল পে, ফোন পে, অ্যামাজন পে’র মতো থার্ড পার্টি ইউপিআই ব্যবস্থার ওপর যাতে কেনাকাটার সময় ক্রেতাদের নির্ভর করতে না হয় তার জন্য ফ্লিপকার্ট নিজস্ব ইউপিআই ব্যবস্থা চালু করেছে।

আপাতত অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা মিলবে। এর জন্য ফ্লিপকার্ট সংস্থা অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে।

ফ্লিপকার্টের সহযোগী সংস্থা মিন্ত্রা, ক্লিয়ারট্রিপ, ফ্লিপকার্ট হেলথ আর ফ্লিপকার্ট হোলসেলেও এই সুবিধা মিলবে।