ad
ad

Breaking News

Alia

মুক্তি পেয়েছে আলিয়ার ‘পোচার’ , সিরিজটির প্রেক্ষাপটে চোরাশিকারিদের গল্প

‘পোচার’- এই সিরিজের কাহিনি শুরু হয় ২০১৫ সালে কেরলের মালায়াত্তুর অঞ্চলের এক নিচুতলার বনকর্মী আরুকুর চোরাশিকারিদের খবরে

Alia's 'Poacher', a story of poachers in the context of the series, has been released

Bangla Jago Desk : ‘পোচার’- এই সিরিজের কাহিনি শুরু হয় ২০১৫ সালে কেরলের মালায়াত্তুর অঞ্চলের এক নিচুতলার বনকর্মী আরুকুর চোরাশিকারিদের খবরে। তাঁর কথায় জানা যায় ফের সক্রিয় হয়ে উঠেছে চোরাশিকারিরা। ১৮টি হাতি মেরে দাঁত কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। অথচ বন দফতর অন্ধকারে। সাময়িক লোভে আরুকু নিজেও শামিল হয়েছিল তাতে। কিন্তু বিবেকের দংশন তাকে ফিরিয়ে আনে। খবর পেয়ে গা ঝাড়া দিয়ে ওঠে রাজ্যের বন দফতর। ওয়াইল্ড লাইফ ক্রাইম বুরো-সহ একাধিক এজেন্সি শামিল হয় এই প্রজেক্টে।

এরপর সিরিজের অন্যান্য চরিত্র মালা ,অ্যালেন এবং নীল দিন-রাত এক করে দেয় এই চোরাশিকারিদের ধরপাকড় করে।নিমিশা, রোশন এবং দিব্যেন্দু, এই তিন অভিনেতার উপরেই সিরিজ় দাঁড়িয়ে। তাঁদের সহজাত, স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শককে কাহিনির সঙ্গে একাত্ম করে। পার্শ্বচরিত্রের অভিনেতারাও তারিফযোগ্য। স্থানীয় মানুষকে চরিত্র হিসেবে তুলে ধরায় তা আরও বিশ্বাসযোগ্যতা পেয়েছে। আপেক্ষিকভাবে ‘পোচার’ এক চোরাশিকারিদের গল্প হলেও এখানে দেখানো হয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগের নীবিড় সম্পর্ক। এ সিরিজ়ের সবুজ ক্যানভাস চোখের আরাম। দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাওয়ার সময়ে রূপকের মতো করে বন্যপ্রাণীর ব্যবহার প্রশংসনীয়। পরিচালক সাবলীলভাবে গল্পটা বলেছেন। এবং থ্রিলারের এলিনেমেন্টেও আছে। তবে কিছু ঘটনায় খটকা লাগে।

স্থানীয় পোচারদের নিয়ন্ত্রণ করে যারা, সেই সব ব্যক্তি আড়ালে রয়ে গিয়েছে। দিল্লির ব্যবসায়ী পুনম বর্মাকে গ্রেফতার করা হয় বটে কিন্তু প্রশাসনিক ও রাজনৈতিক মদত ছাড়া কি এ কাজ সম্ভব? সে সব উহ্যই রয়ে গেছে সিরিজটিতে। ‘পোচার’এ যতটুকু দেখানো হয়েছে, তা আসলে হিমশৈলের চূড়া। কেরল ছাড়া অন্যান্য রাজ্যের বন্যপ্রাণও বিপন্ন। শিকারি চক্রের বড় চাঁই ধরা পড়ার পরেও সিবিআই কর্তা এসে নিষ্পৃহ ভঙ্গিতে যখন বলে, তাদের হাতে আরও বড় বড় তদন্ত রয়েছে, তখন বোঝা যায় মাদক, অস্ত্রের চোরাচালান, সন্ত্রাসবাদের মতো অপরাধের পাশে বন্যপ্রাণী হত্যার ঘটনার আদৌ কোনও গুরুত্ব নেই। সেটিও সুন্দরভাবে দেখানো হয়েছে সিরিজটিতে। ফলে সব মিলিয়ে প্রযোজক হিসেবে আলিয়ার সিরিজ ডেবিউ বেশ ভালই হল তা বলা যেতেই পারে।