ad
ad

Breaking News

Today Horoscope

Today Horoscope: আজ মহালয়া, বছরের শেষ সূর্যগ্রহণে সুনাম অর্জন এই ৫ রাশির

পরিবারের মানুষদের সাথে সময় কাটান। রোজকার জীবনযাত্রার খরচ কমানোর চেষ্টা করুন।

Today Horoscope in Bengali

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : আজকের রাশিফল বুধবার ২ অক্টোবর (Horoscope Today)।  চাঁদ আজ গোটা দিন ও রাত কন্যা রাশিতে বিরাজ করবে। এই সময় সূর্যও অবস্থান করছে কন্যা রাশিতে। আজ আশ্বিন অমাবস্যা বা সর্বপিতৃ অমাবস্যায় পিতৃপক্ষের শেষ দিন। আজ পালিত হচ্ছে মহালয়া। প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে এ দিন তর্পণ করা হয়ে থাকে। পাশাপাশি এই দিনে হবে ২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ। এই তিথিতে ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তারপর থাকবে হস্তা নক্ষত্র। আজ সকাল ৬টা ১৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৬ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন।রাশির ওপর গ্রহের সেই ভাবে প্রভাব পড়লে তাতে যেরকম আপনি সুনাম অর্জন করতে পারেন, ঠিক তেমনই কখনও আবার সবকিছুই জটিল হয়ে উঠতে পারে । তো জানুন আজকের সকালে কি আছে কপালে , জানুন আজকের রাশিফল।

১) মেষ রাশি : মানসিক চাপ বাড়বে। জমি সংক্রান্ত প্রকল্পগুলি থেকে আজ লাভবান হবেন। বাচ্চাদের পড়াশোনা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকবেন। পুরনো কোন রোগ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

২) বৃষ রাশি : সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। খরচ কমানো দরকার। পরিবারের মানুষদের সাথে সময় কাটান। রোজকার জীবনযাত্রার খরচ কমানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের থেকে প্রশংসা পাবেন।


৩) মিথুন রাশি : বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে পারেন। কোনও বিষয়ে পরিবারের সদস্যদের পরামর্শ নিতে পারেন, সবার সামনে নিজের মনের কথা প্রকাশ করুন। চাকরিজীবী জাতকরা পুরনো ভুলের জন্য সমস্যায় পড়তে পারেন ।

৪ ) কর্কট রাশি : শিক্ষার দিক থেকে দিনটি আপনার জন্য ভাল। আচার-অনুষ্ঠান বাড়তে চলেছে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। প্রতিটি সিদ্ধান্ত খুব সাবধানে নিতে হবে। শিল্প দক্ষতা সংশোধন হবে।

১১) কুম্ভ : ব্যবসায়ীরা পুনরায় নিজের পরিকল্পনা শুরু করতে পারেন। সন্তানের চাকরি সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন। সৃজনশীল কাজে রুচি বাড়বে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সমস্যা উৎপন্ন হতে পারে।

১২) মীন : লোক দেখানোর অর্থ ব্যয় করলে পড়ে সমস্য হতে পারে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। তা না-হলে তাঁদের কোনও বড় ডিল চূড়ান্ত হওয়ায় তার কাজে বাধা দেখা দিতে পারে। বাড়ি ও বাইরের লোকেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সফল হবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম সফল হবে। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না।

৫ ) সিংহ রাশি : দাম্পত্য জীবনে প্রেম বাড়বে। দীর্ঘস্থায়ী রোগ নিরাময় হবে। পরিবারে শুভ কাজ সম্পন্ন হবে। সাহসিকতা বৃদ্ধিতে সফল হবেন। স্ট্রেস এবং উদ্বেগ কষ্ট দিতে পারে, যার প্রভাব স্বাস্থ্যের উপরও দেখা যাবে।


৬ ) কন্যা রাশি : অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজ মিস হতে পারে, তাই সতর্ক থাকুন। পরিবারে সুখ শান্তি থাকবে। আপনি উদ্যমী বোধ করবেন। পরিবারে সময় কাটবে। পেশাদারিত্বের উপর জোর দিতে হবে।

৭) তুলা : ব্যবসার জন্য ভেবেচিন্তে টাকা ধার নেবেন, তা না-হলে সমস্যা সম্ভব। ছাত্রছাত্রীরা মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে পারেন। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। কাজের সন্ধানে থাকলে সুসংবাদ পেতে পারেন। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন, তা না-হলে ভুল হতে পারে।

৮) বৃশ্চিক : আবেগতাড়িত হয়ে সন্তান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিলে অনুতাপ হতে পারে। নতুন গাড়ি ক্রয়ের ইচ্ছাপূরণ হতে পারে। বরিষ্ঠদের সঙ্গে কথা বলার সময়ে স্বভাবের বিনম্রতা বজায় রাখুন। পারিবারিক সমস্যা বাড়ির বাইরে যেতে দেবেন না, তা না-হলে সমস্যা বাড়তে পারে।

৯) ধনু : সরকারি চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বদলি হতে পারে। সময়ের মধ্যে কাজ পুরো করার চেষ্টা করতে হবে, তখনই সেই কাজ পুরো হবে। পারিবারিক সম্পর্কে মনোমালিন্য চললে কথাবার্তার মাধ্যমে তার সমাধান করতে পারবেন। কোনও কাজে ঝুঁকি নেবেন না। তা না-হলে সমস্যায় জড়াতে পারেন।

১০) মকর : সুখ-সুবিধার বস্তু কেনার জন্য অর্থ ব্যয় করতে পারবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সময়ের মধ্যে পুরো করে নিন। বন্ধু কোনও লগ্নি প্রকল্প সম্পর্কে জানালেও তাতে কোনও অর্থ লগ্নি করবেন না, টাকা ডুবে যেতে পারে।