ad
ad

Breaking News

Today Horoscope

Today Horoscope: আজ ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথি, সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিনে ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির

দুপুরের দিকে সামান্য বিবাদ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ আসতে পারে।

Today Horoscope in Bengali

চিত্র : সংগৃহীত

Bangla Jago  Desk : আজকের রাশিফল বুধবার ৪ সেপ্টেম্বর। চাঁদ আজ সারা দিন সূর্যের রাশি সিংহে থাকবে এবং রাত ৯টা ৫৫ মিনিটের পর কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথি। এই তিথিতে শুভ যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৬টা ১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্ত। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

[ আরও পড়ুন : RG Kar case: আরজি করের বিচারের দাবি উঠল ডেলিভারি সংস্থার খাবারের বিলে ]

১। মেষ রাশি

স্বাস্থ্যের দিকে একটু গন্ডগোল হতে পারে। পেটের সমস্যা হলেও বাকি দিনটা ভালই যাবে। দুপুরের দিকে সামান্য বিবাদ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ আসতে পারে। চাকরি ক্ষেত্রে অযথা তর্কে যাবেন না। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২। বৃষ রাশি

শারীরিক দিক মোটামুটি ভালই। মা বাবাকে নিয়ে কোন ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হবে। চাকরির ক্ষেত্রে বেতন বৃদ্ধির সুসংবাদ পাবেন। বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারেন।

৩। মিথুন রাশি

প্রিয়জনের সাথে বিবাদ হতে পারে। কর্মের থেকে অতিরিক্ত উদাসীনতা এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের শান্তিরক্ষা করার চেষ্টা করুন। খুব প্রয়োজনীয় কোন কাজ থাকলে সেটি দুপুরের পর করার চেষ্টা করুন। ব্যবসায় চাপ বাড়বে। জীবিকার ক্ষেত্র শুভ।

[ আরও পড়ুন : করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার ]

৪। কর্কট রাশি

শত্রু ভয় কাটবে। ব্যবসার কারণে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে খিটখিটে মেজাজ দেখা যাবে। সন্তানের চাকরির খবরে আনন্দ লাভ করবেন। কাজের জন্য ভ্রমণ হতে পারে। ব্যবসার থেকে খুব ভালো লাভ আসবে। পেশাগত ক্ষেত্রে কিছুটা ভোগান্তি থাকবে।

৫। সিংহ রাশি

শরীরের সমস্যা থাকবে। নিজের শখ মেটাতে গিয়ে অতিরিক্ত ব্যয় হবে। কাজের ব্যাপারে উদ্বেগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকুন। চাকরি স্থানে বিবাদ হতে পারে। বাইরের কোন সম্পর্কের কারণে আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন।

৬। কন্যা রাশি

চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে অশান্তির সম্ভাবনা রয়েছে তার কারণে মানহানি হতে পারে। চাকরিতে নতুন বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় দীর্ঘদিনের জট কাটবে। ব্যবসার ক্ষেত্রে আই বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে দিনটি খুব আনন্দের। জীবিকার ক্ষেত্রে চাপমুক্ত থাকবেন।

৭। তুলা রাশি

পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর নিয়ে চিন্তা থাকবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। আপনার নম্বর স্বভাবের জন্য কর্মস্থলে উন্নতি হবে। বাসস্থান পরিবর্তনের কারণে খরচ পারবে। সাংসারিক শান্তি বজায় থাকবে। সম্পর্কের ক্ষেত্রে পার্টনারের সাথে বুঝে কথা বলুন।

৮। বৃশ্চিক রাশি

শরীর মোটামুটি ভালই। ভ্রমণের কারণে সমস্যা বাড়বে। প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসবে। চাকরি ক্ষেত্র মোটামুটি শুভ। বাড়িতে অনুকূল পরিবেশ থাকবে। বাড়ির বড়দের একটু সাবধানে রাখুন। অর্থ ভাগ্য খুব ভালো। ব্যবসার কাজে উন্নতি হবে।

৯। ধনু রাশি

স্বাস্থ্য ভোগাবে। পায়ের নিচে আঘাত পেতে পারেন। বুকের কষ্ট বাড়তে পারে। চলাফেরার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে। গুরুজনদের উপদেশে কর্মে উন্নতি। তবে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রের সমস্যা আসবে।

১০। মকর রাশি

শরীর মোটামুটি ভালই। ব্যবসায় অর্থ যোগ আছে। নিজের ভুল সংশোধন করায় ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষণীয়। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা থাকবে। সন্তানের কোনো ভালো কাজে আপনাকে অবাক হতে হবে। অর্থ ভাগ্য খুব ভালো। জীবিকার ক্ষেত্রে প্রচন্ড খাটতে হবে।

১১। কুম্ভ রাশি

স্বাস্থ্য ভোগাবে। হাতে পায়ে চোট লাগতে পারে। কানের সমস্যা বাড়বে। পিতা-মাতার শরীর নিয়ে চিন্তা থাকবে। পড়াশোনায় বাঁধা। চাকরি ক্ষেত্রে প্রচন্ড পরিশ্রম করতে হবে। দায়িত্ব বাড়লেও অর্থের যোগ নেই। ভালো কাজের চিন্তা থাকবে। প্রেমে বাঁধা থাকলেও আনন্দ বজায় থাকবে।

১২। মীন রাশি

স্বাস্থ্য মোটামুটি ভালো। তবে কোমরের সামান্য সমস্যা থাকবে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। সংসারে অশান্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর রাখতে হবে। অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত স্থানে খরচ বাড়বে।