চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: রবি কাটুক রাজার হালে তা আমরা কে না চাই! কিন্তু পাই কজন? তবে পাওয়ার ইচ্ছা থাকে সবার মনে। আজও হয়তো অনেকে ভাবছেন তা, তবে আদতে কেমন কাটবে আপনার দিন সে বিষয়ে জানতে দেখুন আজকের রাশিফল। কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মেষ: খেলাধূলায় নাম করার ভাল সুযোগ আছে। আর্থিক সমস্যার সমাধান পেতে পারেন আজ। কর্মক্ষেত্র বাল কাটবে। তবে সহকর্মীরা আপনার প্রতি রুষ্ট হতে পারে। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। পরিবারে সুখ বৃদ্ধি পাবে আজ।
বৃষ: নতুন কোনও পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে নিয়ে ভাবুন, সেগুলির জন্য দিনটি খুব ভাল। আজ ভ্রমণের সুযোগ আছে। আজ আপনাকে আপনার কাছের বন্ধু কষ্ট দিতে পারে। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর সৃষ্টি হতে পারে। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আজ বড় ক্ষতি হতে পারে।
মিথুন: আপনার সব কাজেই আজ সাফল্য আসবে। তবে সঙ্গীর থেকে পরামর্শ নিয়ে তবেই পদক্ষেপ নেবেন। এতে কাজও ভাল হবে আর আপনার মনের মানুষও খুশি হবে। গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ দেখা দেবে। শারীরিকভাবে দুর্বল অনুভব করতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই ভাই ঝামেলা বাঁধতে পারে, তবে পরে তা মিটে যাবে। সব মিলিয়ে দিনটি আপনার জন্য স্বাভাবিক।
কর্কট: আগত দিনগুলিতে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। আজ আপনি আপনার বাবার সাহায্যের জন্য তার পাশে দাঁড়াবেন। আজ ব্যয় বাড়তে পারে। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
সিংহ: গুজবে খবরদার কান দেবেন না। আপনি যেমন তেমনই থাকুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, তবে তা সাময়িক। আজ আপনার নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনার স্বাস্থ্য ভাল কাটবে।
কন্যা: শরীরিক অসুস্থতায় ভোগার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি। বিবাদ থেকে সাবধান থাকা দরকার। ভাল চাকরির সুযোগকে কাজে লাগান। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
তুলা: আজ মনের মতো আয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। আজ বাইরে বেরোলে সাবধানে পা ফেলবেন। মানুষের সেবার জন্য মনের শান্তি বাড়তে পারে। ব্যক্তিত্বের সংঘাত হবেই। এর জেরে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ঝামেলা বাড়তে পারে।
বৃশ্চিক: সাংসারিক আর কর্মজীবন গুলিয়ে ফেললে চলবে না, পরিবারকে বাড়তি সময় দিন। আজ ব্যবসায় শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ মাত্রাছাড়া ব্যয় হতে পারে, সঞ্চয় করার চেষ্টা করুন। আজ বন্ধুদের সাহায্য পেতে পারেন।
ধনু: শনি আপনার প্রতি রীতিমতো সহায়। আজকের দিনটা আপনার জন্য ভালই যাবে। আপনার আর্থিক দিক আজ ভাল যাবে। তবে জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ, সেন্টিমেন্টকে গুরুত্ব দেবেন না। এতে ভবিষ্যতে আপনারই ভাল হবে। নিজের ও নিজের পরিবারের কথআ ভাবিন।
মকর: কেউ সাহায্য করতে চাইলে ফিরিয়ে দেবেন না গ্রহন করুন। ব্যবসায় ও সংসারে অশান্তি এড়িয়ে চলুন। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে অশান্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। চাকরির স্থানে উন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে।
কুম্ভ: বন্ধুদের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। অন্যায় না সহ্য করে প্রতিবাদ করার চেষ্টা করুন। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। বেকারদের জন্য ভাল কাজের যোগাযোগ হতে পারে। শারীরিক উন্নতির সম্ভাবনা।
মীন: কাজের জন্য সুনাম বাড়তে পারে। পরিশ্রমের জন্য ব্যবসায় ভাল আয়। সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করুন। প্রেমের ব্যপারে মান বৃদ্ধি। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। সন্তানদের থেকে সুসংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবন আরও ভাল কাটবে।