ad
ad

Breaking News

Daily Horoscope

Daily Horoscope: সপ্তাহের প্রথম দিনে আচমকা অর্থলাভ হবে এই ৪ রাশির

ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন।

Daily Horoscope in Bengali

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : আজ ১ অক্টোবর, মঙ্গলবার। চাঁদ আজ বিকেল ৪টে ২ মিনিটে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে। আজ পিতৃপক্ষের ১৪তম দিন। পঞ্জিকা অনুসারে আজ আশ্বিন কৃষ্ণা চতুর্দশী। এই তিথিতে শুক্লা যোগ ও ব্রহ্মা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ৯টা ১৬ মিনিট পর্যন্ত থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তারপর থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৬টা ১৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৭ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

[ আরও পড়ুন : সলমনের নাম করে কনসার্টের টিকিট বিক্রি, গুজবে ইতি টানলেন খোদ ভাইজান ]

মেষ :  চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পরিবারে খরচ বৃদ্ধি। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।

বৃষ : সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় উন্নতি। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে।

মিথুন :  শরীর নিয়ে কষ্টভোগ। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মানহানির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। কোনও কিছু চুরি যেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে।

কর্কট : শত্রুদের থেকে সাবধান। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভাল কিছু ব্যবস্থা হতে পারে। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। স্ত্রীর খারাপ ব্যবহারে মনঃকষ্ট।

সিংহ : । ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি।

কন্যা :  দাম্পত্য জীবনে বিবাদ বাধতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। সামাজিক সুনাম লাভের যোগ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা।

তুলা :  শরীরের কোনও ক্ষত থেকে জ্বালা-যন্ত্রণা বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত।

[ আরও পড়ুন : পান্তা ব্যাঞ্জনে বিশ্বকর্মা পুজোয় বাঙালির বিশেষ অরন্ধন উৎসব, জানেন কতটা উপকারী পান্তা ভাত ]

বৃশ্চিক :  একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে। খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন। ক্রোধ বাড়তে দেবেন না। পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে। কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে।

ধনু :  চর্মরোগ বাড়তে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ। সন্দেহজনক চরিত্রের কোনও ব্যক্তি থেকে দূরে থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে ভাল সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ।

মকর : শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজে শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা।

কুম্ভ :   চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। আশা পূরণের জন্য আনন্দ। পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে।

মীন : ব্যবসায় শান্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ আসতে পারে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে তর্ক বাধতে পারে।