চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির একটি সিদ্ধান্ত নিয়ে হইচই পড়ে গিয়েছে। বিশেষজ্ঞ মহল বলছে সুপ্রিম কোর্টের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সিদ্ধান্তে একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের ২৫ জন বিচারপতি। যদিও তাঁরা সরকারি খরচে যাচ্ছেন না। এই ভ্রমণের খরচ তাঁরা নিজেরাই জোগাবেন। অবশ্য এই ছুটির সিদ্ধান্ত নিছক প্রমোদ ভ্রমণ নয়। দেশের শীর্ষ আদালত সূত্র জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনার জন্যই ওই ছুটির পরিকল্পনা।
১১ এবং ১২ জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-সহ ২৫ জন বিচারপতি বিশাখাপত্তনমে ছুটি কাটাতে যাবেন। অবশ্য তাঁদের পরিবারও সঙ্গে থাকবে। সেখানে দু’দিন ধরে সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনা করার কথা বিচারপতিদের। জানা গিয়েছে আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বিচারপতিদের। কয়েকজন বিচারপতি ১৩ তারিখও বিশাখাপত্তনমে থাকবেন। বাকিরা দিল্লিতে ফিরবেন। তবে পুরোটাই হবে ছুটির মেজাজে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছুটির বিষয়ে প্রস্তাব দিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেন। তারপরই অন্য বিচারপতিদের প্রস্তাব দেন। তাঁরাও রাজি হয়ে যান। প্রধান বিচারপতি চাইছিলেন, চাপমুক্ত হয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আলোচনা হোক দিল্লির বাইরে ছুটির মেজাজে। এই ছুটি অবশ্য সরকারি খরচে নয়। লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা নিয়ে নিজেদের খরচেই ছুটি কাটাতে যাবেন।
অবশ্য বিচারপতিদের এই সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন। সুপ্রিম কোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলা ঝুলে রয়েছে। পশ্চিমবঙ্গের একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে চলেছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি-সহ ২৫ বিচারপতি একসঙ্গে ছুটিতে যাচ্ছেন।