ad
ad

Breaking News

আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়ার কোন পরিবর্তন নেই, তবে শীত পড়বে

Bangla Jago TV Desk : দক্ষিণবঙ্গে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শীত পড়তে শুরু করবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা […]

Bangla Jago TV Desk : দক্ষিণবঙ্গে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শীত পড়তে শুরু করবে।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস| এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে। যেটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অবসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে আরো অগ্রসর হয়ে ৩ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

পূর্বাভাস অনুযায়ী চার ডিসেম্বর সকালে এটি গিয়ে পৌছবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর উপকূলের কাছে। এর ফলে দক্ষিণবঙ্গে কিছুটা মেঘলা পরিবেশ থাকতে পারে।আবহাওয়াবিদরা জানান, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার ঠিক কতটা পরিবর্তন হবে সেটা শনিবার আবহাওয়া অফিস সূত্রে জানা যাবে।

FREE ACCESS