ad
ad

Breaking News

Sonarpur

Sonarpur: নিজেদের নিরাপত্তা নিজেদের হাতেই – মহিলারাই চাঁদা তুলে বসলেন সিসিটিভি ক্যামেরা

নিরাপত্তার নজরদারি বাড়াতে নিজেরাই সিসিটিভি ক্যামেরা বসালেন।

Sonarpur Women Install 12 CCTV Cameras to Boost Local Security

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: নিরাপত্তা শুধু প্রশাসনের দায়িত্ব নয়,নাগরিকদেরও দায়বদ্ধতা রয়েছে।একথা  ভেবেই এগিয়ে এলেন সোনারপুরের মহিলারা।নিরাপত্তার নজরদারি বাড়াতে নিজেরাই সিসিটিভি ক্যামেরা বসালেন।দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে বাঁচার জন্য চাঁদা তুলে ১২টি সিসি ক্যামেরা কিনেছেন গৃহলক্ষ্নীরা। কেউ লক্ষ্মীর ভাণ্ডার,কেউ টিউশনের টাকা বাঁচিয়ে এই সুরক্ষা বলয় তৈরি করেছেন (Sonarpur)।

আরও পড়ুন: Collapsed bridge in Dhupguri: ধুপগুড়িতে সেতু বিপর্যয়, দুর্ভোগে হাজারো গ্রামবাসী

নিরাপত্তা শুধুই প্রশাসনের দায়িত্ব নয়, সচেতন নাগরিকেরা চাইলে নিজেরাই গড়ে তুলতে পারেন নিরাপত্তার প্রাচীর। রাজপুর-সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীতে মহিলারা তা প্রমাণ করে দেখালেন।অলিগলিতে দুষ্কৃতী তাণ্ডব, টোন-টিটকারি আর মদ্যপদের উৎপাত থেকে বাঁচতে মহিলারা নিজেরাই চাঁদা তুলে বসালেন ১২টি সিসিটিভি ক্যামেরা। কেউ চাকরির বেতনের অংশ, কেউ লক্ষ্মী ভাণ্ডার, আবার কেউ টিউশনের টাকায় সাহায্য করেছেন এই উদ্যোগে। প্রায় ১ লক্ষ টাকা খরচ করে তাঁরা গড়েছেন একটি নিজস্ব কন্ট্রোল রুম, যেখানে পালা করে নজর রাখেন এলাকার মহিলারাই (Sonarpur)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এক বৃদ্ধা, ঝর্ণা চক্রবর্তী বলেন, “বার্ধক্যভাতার টাকা দিয়েছি, কিন্তু এটা সবচেয়ে সঠিক ব্যবহার বলে মনে হচ্ছে।অনেকেই আবার “বার্ধক্যভাতার টাকা দিয়েছেন সিসিটিভি কেনার জন্য।ভয় না পেয়ে দাঁতি দাঁত এটে লড়ার পণ করছেন তাঁরা। ”এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন কাউন্সিলর সন্দীপ নস্করও। তিনি জানান, “মেন রোডে সিসিটিভি বসানো গেলেও অলিগলিতে নজর দেওয়া কঠিন ছিল। এই মহিলাদের উদ্যোগ নিঃসন্দেহে অনন্য উদাহরণ।” প্রশাসন চাইছে,  সুরক্ষার সার্বিক বেষ্টনি বাড়ানো হোক।আর প্রশাসনের পখেই নারীসমাজ নিরাপত্তার নজরদারি বাড়ানোর জন্য এই অভিনব ভাবনা নেওয়ায় জনপ্রতিনিধিরা তার প্রশংসা করছেন।