Bangla Jago TV Desk : সোমবারের পর মঙ্গলবারও শেয়ার বাজারে নজির সৃষ্টি হল। নতুন রেকর্ড গড়ল সেনসেক্স। প্রথমবারের জন্য সেনসেক্সের গণ্ডি ছাড়ায় ৬৯ হাজারেরও বেশি। সোমবার ৯০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্সের পরিমান। সেদিন প্রথমবার ৬৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল সেনসেক্স। ২০ হাজারের গণ্ডি ছাপিয়ে গিয়েছিল নিফটিও। সোমবারের সেই পয়েন্টের তুলনায় মঙ্গলবার ১৩৭ পয়েন্ট বেড়ে গেল সেনসেক্স।
পাল্লা দিয়ে বেড়ে গেল নিফিটও। তবে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম কমেছে খানিকটা। বিশেষজ্ঞদের মত, তিন রাজ্যে বিদানসভা নির্বাচনের ফলাফলে সাফল্যের পর যেবাবে শায়ারমার্কেটে শেয়ার বেড়েছিল, সেই দারাই অব্যাহত রইল মঙ্গলবারও। শেয়ার বাজার চাঙ্গা হওয়ার কারণে লাভবান হয়েছে বিভিন্ন ভারতীয় সংস্থা। ১ জিনের মধ্যে ৩ শতাংশ বেড়ে য়ায় যায় তাদের শেয়ার।
কার্যতই এতে লগ্নিকারীদের লাভ হয়েছে। প্রথমবারের জন্য বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স পেরিয়েছে ৬৯ হাজারের গণ্ডি। নিফটি পৌঁছয় ২১ হাজারের কাছাকাছি। কিন্তু শেয়ার বাজারের এই দাপুটে ইনিংস খুব বেশি দিন চলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। তবে ভারতের বাজার সেক্ষেত্রে উর্ধ্বমুখী থাকাবে বলেই মনে করা হচ্ছে।
FREE ACCESS