The Truth of Bengal: ২০০৩-এর ছবি এবারও ফিরে এল ২০২৩-এ। তখন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, আর এখন রোহিত শর্মারও স্বপ্নভঙ্গ হল বিশ্বকাপ জয়ের। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ২৪০ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ২৪১ রান তুলে ম্যাচ জিতে নেয় এদিন। ফাইনালে হারের পর ভারতীয় দল কোচ রাহুল দ্রাবিড় বলেন, “ফাইনালে আমরা ভালো খেলতে পারিনি। তবে গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো খেলেছি। আমরা ভীতসন্ত্রস্ত হয়ে ক্রিকেট খেলিনি। পরিস্থিতি অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্ট্র্যাটেজি বদলাতে হয়েছে।”
তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেন। তিনি বলেন, “রোহিত দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে। তিনি দলের উৎসাহ দেওয়া এবং তাঁদের সঙ্গে কথা বলার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন। তিনি কখনও কখনও পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি করতে হয়েছে। প্রচুর সময় খরচ করতে হয়েছে। এই অভিযানে রোহিত যথেষ্ট এনার্জি খরচ করেছে। সময়ও দিয়েছে।”
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তার চুক্তি শেষ হয়ে যাবে বলে জানান দ্রাবিড়। তবে এখনই তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন না। তিনি বলেন, “চার বছর পরে ফের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। এখনও হাতে ঢের সময়। ততদিনে অনেক জল গড়িয়ে যাবে।”
Free Access