চিত্র: প্রতীকী
Bangla Jago fb page: আবারও নারী ধর্ষণের ঘটনা বিজেপি শাসিত রাজ্যে। মহারাষ্ট্রের পুণেতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, কুকীর্তি করার পর নির্যাতিতার ফোন থেকে সেলফি তোলেন এবং লিখে যান “ফের আসবো”। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে পুনেতে (Pune)।
আরও পড়ুনঃ Kedarnath Yatra: ভারী বৃষ্টির জেরে ধস, সাময়িক স্থগিত কেদারনাথ যাত্রা
জানা গিয়েছে, নির্যাতিতা এক দামি আবাসনের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গত বুধবার। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অভিযুক্ত নির্যাতিতার ফ্ল্যাটে যান এবং পার্সেল রয়েছে বলে দাবি করেন। যদিও অপর প্রান্ত থেকে তরুণী দাবি করেন যে কোন পার্সেলের কথা তাঁর জানা নেই। এরপরই শুরু হয় সই করার জন্য অনুরোধ। অভিযোগ, দরজা খুলতে নাকি তাঁর চোখে স্প্রে করা হয় এবং এরপরই করা হয় ধর্ষণ (Pune)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তড়িঘড়ি তরুণী তরফ থেকে দ্বারস্থ হওয়া হয় পুলিশের এবং সেখানে তিনি জানান যে অভিযুক্ত যুবক তাঁর ফোন থেকে সেলফি তোলেন এবং মেসেজে লেখেন “আমি ফের আসব।” পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয় এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা সংক্রান্ত। বলে রাখা ভালো, গত সপ্তাহে পুনেতেই যৌন দুই বাইক আরোহীর কাছ থেকে হেনস্থার শিকার হন এক নাবালিকা। পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে যে এই ঘটনাগুলির সঙ্গে কোন মিল রয়েছে কিনা বা নির্দিষ্ট কোন র্যাকেট জড়িত কিনা (Pune)।