চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বড় বিপদের সম্মুখীন অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায় এবং তাঁর স্বামী কুণাল বর্মা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও এই বিপদের কথা ভাগ করে নেন অভিনেত্রী। ঘটনার কথা (Puja Banerjee and Kunal Verma) বলতে গিয়ে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েন পূজা-কুণাল। আসলে বন্ধুর কাছ থেকেই আর্থিক জালিয়াতির শিকার হয়েছেন তারকা দম্পতি। এই জালিয়াতির বিষয়ে পূজা-কুণাল জানিয়েছেন, বিগত ২-৩ মাস ভীষণ সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে।
আরও পড়ুন: Bhaichung Bhutia: ‘ভারতীয় ফুটবলে কোনও সিস্টেম নেই’, কল্যাণকে তোপ দেগে বিস্ফোরক বাইচুং
এরপরে কী করবেন কোনও কিছু সম্পর্কেই তাঁদের কোনও ধারণা নেই। কিন্তু হাল ছেড়ে দিতে একেবারেই নারাজ পূজা ও কুণাল। মনের জোর রেখে আবারও সবকিছু নতুন করে শুরু করবেন তাঁরা। সূত্রের খবর, তিন বছর ধরে নাকি এক ব্যক্তির (Puja Banerjee and Kunal Verma) সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁদের। অভিযোগ, সেই বন্ধুত্বের ‘টোপ’ দিয়েই তিনি প্রতারণা করেছেন। এই বিষয়ে পূজা জানিয়েছেন, “অনেক টাকা জালিয়াতি হয়েছে আমার। অনেক কষ্টের উপার্জনের টাকা। জানি না কীভাবে আবার সবকিছু আগের মতো হবে। আমাদের আগামী কাজগুলিতে আমাদের পাশে থাকুন। যাতে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি।”
Bangla Jago FB page: https://www.facebook.com/share/193NB43TzC/
তারকা দম্পতি (Puja Banerjee and Kunal Verma) সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ভাগ করে নিয়েছেন তাদের জীবনের বর্তমান পরিস্থিতি। তবে হেরে যাওয়ার থেমে যাওয়ার মানুষ নন তারা। আবারও শুন্য থেকে শুরু করবেন বলেও জানিয়েছেন তারকা দম্পতি। যদিও গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেও সেই ব্যক্তির নাম ও খোওয়া যাওয়া টাকার অঙ্ক প্রকাশ্যে আনেননি তাঁরা। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর বড়সড় বিপদের কথা শুনে মন খারাপ অনুরাগীদের। তারকা দম্পতির মঙ্গল কামনা করেছেন সকলে।