ad
ad

Breaking News

Malda

জাতীয় প্রতিযোগিতায় সোনা মালদার মিষ্টির

ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাজ্য দলে ২০ জন সদস্য ছিলেন। মালদা থেকে তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।

Malda sweets win gold in national competition

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: অভিষেক দাস, মালদা:- আবারও জয়জয়কার মালদা জেলার। এবার খেলার জগতে ইতিহাস তৈরি করল মালদার মেয়ে মিষ্টি কর্মকার।‌ এই প্রথম মালদার কোন অ্যাথলেটিক্স আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিল। রাজ্য থেকে জাতীয় স্তরের জ্যাভলিন থ্রো -প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য পেল মিষ্টি। সম্প্রতি বিহারের পাটনার পাটলিপুত্র স্টেডিয়ামে ২০তম ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হয়। সেখানে জ্যাভলিন থ্রোতে মেয়েদের বিভাগে প্রথম হয়েছে মালদার মিষ্টি।

নিজস্ব চিত্র

প্রতিযোগিতায় মিষ্টি ৪৫.০৪ মিটার জ্যাভলিন ছোঁড়ে মিষ্টি। মহিলাদের বিভাগে প্রথম হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ করে নিয়েছে সে। মালদার ইংরেজবাজারের কুলদীপ মিশ্র কলোনীর বাসিন্দা মিষ্টি মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। বর্তমানে নিজেকে আরও উন্নত করে তুলতে জলপাইগুড়ির সাই ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে সে।

এই প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘আমার স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। আমি এবার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক ইউথ অ্যাথলেটিক্সে। এখন থেকে কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জনের চেষ্টা করব।’

ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাজ্য দলে ২০ জন সদস্য ছিলেন। মালদা থেকে তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। জাতীয় স্তরের এই ইউথ প্রতিযোগিতায় রাজ্যে একটিমাত্র সোনার পদক এসেছে জ্যাভলিন থ্রোতে মালদার মিষ্টি কর্মকারের হাত ধরে।

নিজস্ব চিত্র

আগামী দিনে মিষ্টি যাতে আরও সাফল্য পান তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন মিষ্টির কোচ কোচ অসিত পাল। প্রিয় ছাত্রী ভবিষ্যতে আরও উন্নতি করবেন বলেই মনে করেন তিনি। এদিকে মিষ্টির এই সাফল্য খুশি ও গর্বিত মালদা জেলাবাসী।