ad
ad

Breaking News

Dual Identity

Dual Identity: দ্বৈত পরিচয়পত্র নিয়ে গ্রেফতার, মালদা থেকে ধৃত বাংলাদেশি যুবক

দ্বৈত পরিচয় নিয়েই ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্টে ধরা পড়ল এক যুবক।

Dual Identity Mahadipur Immigration Busts

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: একই ব্যক্তি, দুই পরিচয়। একদিকে ভারতীয়, অপরদিকে বাংলাদেশি। এই দ্বৈত পরিচয় নিয়েই ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্টে ধরা পড়ল এক যুবক। তদন্তে উঠে এসেছে বিস্ময়কর তথ্য। ধৃত ব্যক্তি ভারতের মুর্শিদাবাদের বাসিন্দা সেলিম শেখ (৩১) নামেও পরিচিত, আবার বাংলাদেশে তাঁর পরিচিতি রয়েছে রাজশাহী এলাকার মহম্মদ দিলওয়ার (৩০) নামে (Dual Identity)।

আরও পড়ুন: Operation Sindhu: অপারেশন সিন্ধুর জয়, ইরান ফেরত পড়ুয়াদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান

ঘটনা সূত্রে জানা গিয়েছে, সেলিম শেখ নামে ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে ওই যুবক ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। তখনই মহদিপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষের সন্দেহ হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়। এরপর ভারতীয় ও বাংলাদেশি কূটনৈতিক দপ্তরের মাধ্যমে পরিচয় যাচাই করা হলে জানা যায়, ওই যুবকের আসল নাম মহম্মদ দিলওয়ার এবং তিনি বাংলাদেশের রাজশাহির বাসিন্দা (Dual Identity)।

ঘটনার পর মহদিপুর ইমিগ্রেশন পয়েন্ট থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি আধার কার্ড, ভোটার কার্ড, ভারতীয় পাসপোর্ট, ভিসা ও কিছু ভারতীয় মুদ্রা সহ একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে বাংলাদেশি পরিচয়পত্রও।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে ধন্দ। তদন্তকারীরা এখনও নিশ্চিত হতে পারেননি, ঠিক কোন পরিচয়পত্রটি আসল। ইংরেজবাজার থানার তরফে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন করা হলে, মালদা জেলা আদালতের বিচারক ছয় দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণ বিবরণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা (Dual Identity)।