ad
ad

Breaking News

Narendra Modi

উৎসবের আমেজ দিল্লিতে, ‘বিশ্বজয়ী’ ভারতীয় নারী ক্রিকেট দলকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী

গত রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা।

india-womens-cricket-team-meets-prime-minister-modi

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় তারা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। আজ, বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যেখানে ‘বিশ্বজয়ী’ ক্রিকেট তারকাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মোদী।

গত রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি নিজেদের ঝুলিতে ভরল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দেশের ক্রীড়া ইতিহাসে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

টিম ইন্ডিয়ার এই ঐতিহাসিক জয়ের পরই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। তাদের আত্মবিশ্বাস, দক্ষতা ও একতার প্রদর্শন ছিল অনন্য। এই ঐতিহাসিক জয় ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রেরণা দেবে।”

মঙ্গলবার বিকেলে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (S5-8328) মুম্বই থেকে দিল্লিতে পৌঁছায় ভারতীয় দল। রাজধানীতে অবতরণের পরই দলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার আগে পুলিশ ডগ স্কোয়াড দিয়ে যানবাহন ও রুটে বিশেষ তল্লাশি চালানো হয়।

এর আগে মুম্বই বিমানবন্দরে বিশ্বচ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। ফুলের মালা, উল্লাসধ্বনি আর দেশাত্মবোধে মুখর পরিবেশে খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। দলের কোচ অমল মুজুমদার ও সহকারী স্টাফদেরও সম্মান জানানো হয়।

ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন দীপ্তি শর্মা। ব্যাট হাতে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। অন্যদিকে, শেফালি বর্মার ঝোড়ো ইনিংস দলের মোট রান পৌঁছে দিয়েছিল ২৯৮-এ। দক্ষিণ আফ্রিকার হয়ে লরা উলভার্ডের একার লড়াই (১০১ রান) শেষ পর্যন্ত ভারতের জয়কে আটকাতে পারেনি।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজন করা হবে বিশেষ সংবর্ধনার, যেখানে প্রধানমন্ত্রী নিজ হাতে খেলোয়াড়দের সম্মান জানাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা নিজ নিজ রাজ্যে ফিরে যাবেন।