ad
ad

Breaking News

Rukmini

রুক্মিণীর ফেসবুক প্রোফাইল হ্যাক ? কি এমন ঘটলো

এবার সাইবার ক্রাইমের শিকার টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনেত্রী নিজেই বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

Hack Rukmini's Facebook profile? what happened

Bangla Jago Desk : সাইবার ক্রাইমের শিকার নতুন বিষয় নয়। আপনি অথবা আমি কেউ না কেউ কোন না কোন সময় সাইবার ক্রাইমের শিকার হয়েছে । আর এবার সাইবার ক্রাইমের শিকার টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনেত্রী নিজেই বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। আর এই খবর নেটমাধ্যমে জানাজানি হতেই রুক্মিণীর অনুগামী থাকে শুরু করে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। আর এই খবর নায়ক তথা প্রযোজক জিৎ জানতে পারার সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে, সত্যি কি বিপাকে পড়েছেন অভিনেত্রী? তবে নববর্ষের দিন অভিনেত্রীর এই পোস্ট দেখে তা মনে হচ্ছে না , কারণ সেখানে রয়েছে অভিনেত্রী নতুন ছবি ‘ বুমেরাং’ এর টিজার।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, তার প্রোফাইল হ্যাক হয়েছে । এবং প্রোফাইল হ্যাক হওয়ার ফলে , তার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মেসেজ বিভিন্ন মানুষদের কাছে যাচ্ছে । অভিনেত্রী এই অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে আরো জানান, তিনি এই বিষয়টি জানতেন না। বিভিন্ন অনুগামীদের কাছ থেকে তিনি এইই খবরটা পায়। আর খবরটা জানার পর , অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার টিম পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে ।





অভিনেত্রীর ইনস্টাগ্রামে পোস্ট হাওয়া একটি স্টোরিটে জিৎ লেখন ‘ আরে পাগলী এ কি হল ! ‘ তিনি আরও লেখেন তার এই সমস্যার সমাধান করার জন্য তার সোশ্যাল মিডিয়ার টিম আছে। আর যদি তারপরেও কোনো দরকার পড়ে তাহলে তিনি আছেন। প্রযোজক তথা অভিনেতা জিৎকে অভিনেত্রী বলেন, কোন ক্লু নেই, কি হচ্ছে জানি না। তছাড়া , আপনার টিম তো আমারও ।

 

এরপর নববর্ষের দিন পুরো বিষয়টি খোলসা হয়। বুমেরাং ছবির টিজারের লিংক শেয়ার করে অভিনেত্রী লেখন ” সরি রুক্মিণী, আমি নিশা! সমর সেনের কথাতে আমি হ্যাক করেছিলাম আর সমর সেনের কথাতেই এটা ফিরিয়ে দিচ্ছি। আমি আর সমর সেন কে জানতে এই লিঙ্কে ক্লিক কর।” উল্লেখ্য , রুক্মিণীর নতুন এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী জুন মাসের ৭ তারিখ। আর এই ছবিতে অভিনয় করছে , জিৎ, রুক্মিণী। এছাড়া এই সিনেমাতে অভিনয় করছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য ও রজতাভ দত্ত।