নিজস্ব চিত্র
Bangla Jago Desk: আবারো অস্ত্র উদ্ধার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ হানা দেয়। এরপরেই তিনটি ওয়ান শাটার সহ ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে মগরাহাট থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। এই বিষয় নিয়েই বৃহস্পতিবার দিন একটি সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ডহারবার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে।
এবং তিনি জানায় এর আগেও মগরাহাট থানা এলাকা থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছিল। সেই সূত্র মারফত এসওজি টিম ও মগরাহাট থানার উদ্যোগে আবারও তিনটি ওয়ান শাটার সহ ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় সমর হালদার ও সঞ্জিত সরদার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া চালু করেছে পুলিশ। তবে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা বা কোথা থেকে এই অস্ত্রগুলি আসছে গোটা বিষয়ের তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।