ad
ad

Breaking News

বিধানসভা নির্বাচন

শেষ মুহূর্তে ভোট গণনার দিন বদল মিজোরামে! কিন্তু কেন?

Bangla Jago Desk: মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনার দিন পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। রবিবারই পাঁচ রাজ্যেই ভোটগণনার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার মিজোরামে গণনা হবে। মিজোরামের একাধিক সংগঠন ও রাজনৈতিক দল সপ্তাহের অন্য কোনও দিন গণনা করার দাবি জানিয়েছিল। তাঁদের দাবি ছিল, রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন। এই অনুরোধে সাড়া দিয়েই গণনার দিন […]

Bangla Jago Desk: মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনার দিন পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। রবিবারই পাঁচ রাজ্যেই ভোটগণনার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার মিজোরামে গণনা হবে। মিজোরামের একাধিক সংগঠন ও রাজনৈতিক দল সপ্তাহের অন্য কোনও দিন গণনা করার দাবি জানিয়েছিল।

তাঁদের দাবি ছিল, রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন। এই অনুরোধে সাড়া দিয়েই গণনার দিন বদলের সিদ্ধান্ত কমিশনের। নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন পক্ষ থেকে গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের বদলে অন্য দিন করার অনুরোধ জানানো হয়েছিল। কারণ রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন।

এই অনুরোধ বিবেচনা করেই মিজোরামে বিধানসভা নির্বাচনের গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর সোমবার হবে। এর আগে, মিজোরাম এনজিও কো-অর্ডিনেশন কমিটির গণনার দিন পিছনো নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছিল।

Free Access