Bangla Jago Desk: শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানা অন্তর্গত প্রীতিবা এলাকায়। পরিবার সূত্রের খবর, আজ সকালে বছর দুয়েকের হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শিশুটির নাম সুমি সর্দার।
জানা যাচ্ছে, মেয়েটি সকালে বাড়ি থেকে চা খেয়ে দোকানে যায় এবং পরবর্তীতে বাড়িতে আসলে সে অসুস্থ হয়ে পড়ে এবং পরিবারের লোকজন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে তার মৃত্যু হল তা এখনো জানা যায়নি।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুটির পরিবার। হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করা হয়েছে। আজ দেহটিকে ময়নাতদন্তের উদ্দেশ্যে বারাসাত মহকুমা হাসপাতালে পাঠানো হবে।
Free Access