চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার মুখে। স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য কেন্দ্রীয় অর্থ বরাদ্দ না মেলায় কার্যত থমকে গিয়েছে ‘সমগ্র শিক্ষা মিশন’ প্রকল্পের অগ্রগতি। অভিযোগ, দেড় হাজার কোটি টাকা(Central Funds) কেন্দ্র থেকে এখনও না পাওয়ায় বাংলায় স্মার্ট ক্লাসরুমের সংখ্যা আশানুরূপ হারে বাড়ানো যাচ্ছে না।
রাজ্য শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে ৩৪২টি স্মার্ট ক্লাসরুম তৈরির অনুমোদন মিললেও বাস্তবে তৈরি হয়েছে মাত্র ১০০টি। তারও অর্থ এসেছে কেন্দ্র ও রাজ্যের সম্মিলিত তহবিল থেকে, যার মধ্যে ৪০ শতাংশ বহন করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন: Khidirpur: খিদিরপুরে রাতের বিভীষিকা, অরফ্যানগঞ্জ মার্কেটে ভয়াবহ আগুন
চলতি অর্থবর্ষে বাকি ২৪২টি ক্লাসরুম তৈরির জন্য কেন্দ্রের কাছে প্রায় দেড় হাজার কোটি টাকা চাওয়া হলেও, এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। শুধু তাই নয়, বিগত দু’বছরেও কেন্দ্র থেকে এক টাকাও আসেনি বলে অভিযোগ রাজ্যের। ফলে ডিজিটাল শিক্ষার দুনিয়ায় অনেকটাই পিছিয়ে পড়তে চলেছে বাংলার স্কুলপড়ুয়ারা।
এখানেই শেষ নয়। কেন্দ্রীয় সরকার মিড-ডে মিল, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের অর্থও দীর্ঘদিন ধরে রাজ্যে পাঠাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।(Central Funds) বিকাশভবনের আধিকারিকদের দাবি, বারবার দিল্লি গিয়েও কেন্দ্রের উদাসীন মনোভাবের শিকার হতে হয়েছে।
Bangla Jago FB: https://www.facebook.com/Banglajagotvofficial
পাশাপাশি অভিযোগ উঠেছে, সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে ‘পিএমশ্রী’ প্রকল্পকে জোর করে মিশিয়ে দেওয়া হচ্ছে, যদিও দুই প্রকল্পের উদ্দেশ্য ও কাঠামো একেবারেই ভিন্ন। ফলে শিক্ষাক্ষেত্রে এই কেন্দ্রীয় অবহেলার জেরে বাংলার হাজার(Central Funds) হাজার পড়ুয়াকে হয়তো আরও কিছু বছর অপেক্ষা করতেই হবে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ছোঁয়া পেতে।