Bangla Jago Desk: রবিবারের ধারাবাহিক তল্লাশির পর সোমবারও তত্পরতা জারি রাখে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জায়গায় হানা দেয় সিবিআই। সোমবার সবার নজর কাড়ে রানাঘাটের প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে এজেন্সির টিমের হানা। দুটি টিমে ভাগ হয়ে বিরোধী বিধায়কের বাড়িতে লাগাতার তল্লাশি চালায় সিবিআই। বিজেপি বিধায়কের বেআইনি নিয়োগে নাম জড়ানোয় বিরোধী শিবিরের চাপ বাড়ে।
পুর-নিয়োগ মামলার তদন্তে ডায়মন্ডহারবারের প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। স্পেশাল টিম বেশ কিছু নথির খোঁজ করে। ডায়মন্ডহারবার পুরসভাতেও চলে তল্লাশি। সোমবার সকাল ১০টা নাগাদ ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন চেয়ারপার্সন মীরার বাড়িতে পৌঁছয় তদন্তকারী সংস্থার একটি দল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। মীরা হালদারকে পুর- নিয়োগ তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে জানা যায়। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ওই নিয়োগ হয়েছিল বলে জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। সেই সময় পুরসভার চেয়ারপার্সন ছিলেন মীরা হালদার। দীর্ঘ চার ঘন্টা তল্লাশি অভিযানের পর প্রাক্তন পুর প্রধানের বাড়ি থেকে বের হন সিবিআই এর আধিকারিকরা।
CBI এর আধিকারিকরা জানান তদন্তের স্বার্থে তল্লাশি অভিযান চালানো হয়। মীরা হালদারের দাবি স্বচ্ছভাবে নিয়োগ করা হয়,তদন্তকারীদের যেকোনও প্রশ্নের উত্তর দিতে তাঁর কোনও কুন্ঠা নেই। কিছু নথি তাঁকে সই করে আধিকারিকরা নিয়ে যায় বলেও তিনি জানান।
রানাঘাট,ডায়মন্ডহারবারের পর উলুবেড়িয়াতেও তল্লাশি চালায় সিবিআই। সোমবার সকালে সিবআই-র একটি দল উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে হানা দেয়। ৫/৬ জন আধিকারিক প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ির ঘিরে ফেলে। সূত্রের খবর এরপরেই সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশি চালায়। মধ্যমগ্রাম পুরসভাতেও যায় কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। মোট ৯ জায়গায় ম্যারাথন তল্লাশি করে সিবিআই বেশকিছু তথ্য হাতে পেয়েছে বলে তাঁদের দাবি।
Free Access