চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: মেষ রাশির জাতকদের আজ পদোন্নতির প্রবাল সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতকদের আজ আর্থিক লেনদেন সম্পর্কিত বিষয় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আজ কোন রাশির দিন কেমন যাবে তা জানতে পড়ুন আজকের রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশি: আজ কর্ম ক্ষেত্রে স্বীকৃতি এবং পদোন্নতি লাভের সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতকদের। পারিবারিক বিষয় কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল হতে পারে তাই সতর্ক থাকুন। বিকল্প আয়ের পথ খুলতে পারে। পুরনো কোন শারীরিক সমস্যা মিটে যাওয়া সম্ভাবনা রয়েছে। আজ মেষ রাশির জাতকদের অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে।
[আরও পড়ুনঃDigital Meter: উপভোক্তাদের স্মার্ট মিটার লাগানো বন্ধ, সিদ্ধান্ত বিদ্যুৎ দফতরের ]
বৃষ রাশি: বৃত্তিমূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্য আসবে। বৃষ রাশির জাতকদের অর্থ সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। আজ পুরনো বকেয়া টাকা আদায় হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোনোর সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি: আজ আর্থিকভাবে প্রতারণার শিকার হতে পারেন মিথুন রাশির জাতকরা। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আবারও। বাড়িতে নতুন অতিথি আসতে পারে।
কর্কট রাশি: নতুন কোন সম্পর্কে জড়াতে পারেন। যারা বিদেশে কর্মরত তারা নিজের বাড়িতে ফিরতে পারেন। দীর্ঘদিন ধরে যে যোগাযোগ সম্ভব হচ্ছিল না তা আজ স্থাপন হতে পারে। আজ উচ্চ রক্তচাপ ও মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন কর্কট রাশি জাতকরা (Daily Horoscope)।
সিংহ রাশি: পুরনো অসুখ ফিরে আসা সম্ভাবনা রয়েছে। চাকরির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকার সূত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজ আপনার চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
কন্যা রাশি: কোন কিছু না ভেবে লোক নেই করলে অর্থ নষ্ট হতে পারে। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। খনিজ ও লৌহজাত ব্যবসায় লাভ হবে।
তুলা রাশি: ব্যবসায় আজ আর্থিকভাবে বিশেষ লাভবান হবেন তুলা রাশির জাতকরা। ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে অত্যন্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্যহানি হতে পারে
বৃশ্চিক রাশি: সমাজের উচ্চ স্তরে মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। আজ অকারণে চিন্তা বাড়তে পারে। আর জল বাহিত রোগের ভোগান্তির সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি: মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়াতে পারে। যে কোন প্রকার আইনি সমস্যা এড়িয়ে চলুন। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় বাধা পেতে পারেন।
মকর রাশি: আজ কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। জীবন সঙ্গী সঙ্গে মতবিরোধ হতে পারে। অনিয়মিত খাওয়া দাওয়ার শারীরিক সমস্যা বাড়তে পারে। আপনার কর্ম ক্ষেত্রে আজ হিসেব সংক্রান্ত গোলমাল হতে পারে যার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন (Daily Horoscope)।
কুম্ভ রাশি: নতুন বাড়ি কেনার সুযোগ পাবেন। সংসারে কোন গোলযোগ থাকলে তা শুভাকাঙ্ক্ষী ব্যক্তির দ্বারা মিটিয়ে নিতে পারবেন। অভিনয় সাথে যুক্ত ব্যক্তিরা আজ উপযুক্ত স্বীকৃতি পাবেন।
মীন রাশি: আজ কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না, আপনার ভুলের কারণে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আজ। ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের। কর্মসূত্র ভ্রমণের ইঙ্গিত রয়েছে। প্রয়োজনীয় কারণে অর্থ ব্যয় হতে পারে।