ad
ad

Breaking News

Bangladesh

Bangladesh : বাংলাদেশের গাইবান্ধা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ!

বৃহস্পতিবার বাংলাদেশের গাইবান্ধায় কোটা বিরোধীরা বিক্ষোভ মিছিল করে

Bangladesh: Students protest in Gaibandha area of ​​Bangladesh!

Bangla Jago Desk : বৃহস্পতিবার বাংলাদেশের গাইবান্ধায় কোটা বিরোধীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলের মধ্য দিয়ে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সহ পুলিশ-প্রশাসন জানান, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ শতাধিক শিক্ষার্থী ওই শহরের বাস টার্মিনাল এলাকার একটি পেট্রলপাম্পের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বার করে। সংহতি জানিয়ে ওই ভিক্ষোভে আইনজীবীরাও অংশ নেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের মিছিল ও রাস্তা অবরোধ করতে বাধা দেয়।

তবে শিক্ষার্থীরা পুলিশের বাধাকে তোয়াক্কা না করেই তাদের বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বুকে এগোতে থাকে। কিন্তু পুলিশ‌ও এতো সহজে হাল ছাড়েনি, আন্দোলনকারীরা যখন পলাশপাড়া মোড়ের উপর আসে তখন আবারো পুলিশ বাহিনী তাদের বাধার সম্মুখীন করে। তখন বাধ্য হয়ে পুলিশের বাধায় শিক্ষার্থীরা না এগিয়ে সেখান থেকে ফিরে যায় বাস টার্মিনাল এলাকা চত্বরে সেখানে গিয়ে আর এক পেট্রলপাম্পের সামনে তারা রাস্তা অবরোধ করে। ও সময় ওখানকার দোকানদাররা ভয়ে তাদের দোকানপাট বন্ধ করে দেয়। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আন্দোলনকারীদের চারিদিক থেকে ঘিরে রাখে পুলিশ। অবশেষে বাংলাদেশের সময়ে দুপুর দুটো নাগাদ ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা ফোনে বলেন, আন্দোলনকারীরা রাস্তায় জোট বেঁধে বিক্ষোভ করার চেষ্টা করে কিন্তু রক্ষাবাহিনী সহ পুলিশ বিক্ষোভকারীদের জোট ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ একজনকেও গ্রেপ্তার করেনি।