চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ক্রিকেটের মেগা টুর্নামেন্ট আইপিএল এখন মধ্য গগণে। প্রতিটি দলই এখন নিজেদের ফোকাস ধরে ব্যস্ত। তার মধ্যেই খুশির খবর ভারতীয় ক্রিকেট দুনিয়ায়। বিবাহিত জীবনের আট বছর পর বাবা হলেন লখনউ দলের মেন্টর জাহির খান। বুধবার সকালে জাহির পত্নী সাগরিকার সঙ্গে সদ্যজাত পুত্র সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানান, লখনউ সুপার জায়ান্ট দলের মেন্টর, তথা প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান। জাহির তাঁর ছেলের নাম রেখেছন ফাতেহসিন খান।
View this post on Instagram
উল্লেখ্য, ২০০৭ সালে অভিনেত্রী সাগরিকার ঘাটগের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান। জাহির সোশ্যাল মিডিয়ায় সদ্যজাত শিশু ও তাঁর মা সাগরিকার ছবি পোস্ট করলেও, সন্তানের মুখ দেখাননি। সেই ছবি পোস্ট করে লখনউ দলের মেন্টর লেখেন, ‘বুধবার আমার জীবনের অত্যন্ত দিন। ঈশ্বরের অনেক ভালবাসা ও আশীর্বাদ নিয়ে আমাদের পুত্রসন্তান এই পৃথিবীতে এসেছে। আমরা তাকে স্বাগত জানাই।’
এদিকে জাহিরের এই খুশির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাহির ও সাগরিকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটিজেনদের পাশাপাশি বলিউড অভিনেতা ও অভিনেত্রী এবং জাহিরের সতীর্থ ক্রিকেটাররা-ও। তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকর থেকে হরভজন সিং-সহ অনেকেই।
জাহির-সাগরিকার সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০১৬ সালে। পরের বছরই জাহির ও সাগরিকা বিবাহ অনুষ্ঠিত হয়। সাগরিকা ‘ চাক দে ইন্ডিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে প্রচারের আলোয় এসেছিলেন।