ad
ad

Breaking News

Pedri

Pedri: ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের ভরসা তরুণ তুর্কি পেদ্রি

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেনের তরুণ খেলোয়াড় হতে চলেছেন একমাত্র অস্ত্র। তিনি একুশ বছর বয়সী পেদ্রি।

Young Turk Pedri is Spain's hope against Croatia

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ। আজ দ্বিতীয় দিনে সাড়ে নটার সময় ম্যাচ রয়েছে ক্রোয়েশিয়া ও স্পেনের । এই একই দিনে ম্যাচে নামবে ইতালিও , তাদের প্রতিপক্ষ আলবেনিয়া ।‌ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেনের তরুণ খেলোয়াড় হতে চলেছেন একমাত্র অস্ত্র। তিনি একুশ বছর বয়সী পেদ্রি। পেদ্রি দীর্ঘদিন বাইরে থাকলেও ইউরো কাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন। জাভি , বুস্কেৎস দের মত তাবড় খেলোয়াড়রা একসময় মিডফিল্ড সামলাতেন । তবে এখন স্পেনের মাঝমাঠের ক্ষেত্রে ভরসায় উঠে এসেছেন পেদ্রি।

[ আরও পড়ুন – T20 league: বাংলার ছেলে খেলতে যাচ্ছেন ভিনরাজ্যে, খুশি পরিবার]

গত বছর স্পেনকে সেমিফাইনালে তোলার নেপথ্যে যাদের যাদের ভূমিকা ছিল তার মধ্যে সবথেকে বড় ভূমিকা ছিল পেদ্রির। সেবার মাত্র ১৮ বছর বয়সে যেভাবে নজর কেড়েছিলেন পেদ্রি তারপর থেকে তার উপরে ভরসা বেড়েছে স্পেন ফুটবল টিমেরও । এ বছর তার উপরেই নজর রয়েছে সকলের। আজ রাত্রে এই মিডফিল্ডার কিভাবে সামাল দেন পরিস্থিতি সেদিকেই নজর রাখছে প্রত্যেকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পেদ্রি যে অন্যতম ভরসার জায়গায় রয়েছে তা বলাই বাহুল্য। পেদ্রি যে ফর্মে রয়েছেন তার ধারে কাছে অনেক খেলোয়াড় ই আসতে পারছেন না।

[ আরও পড়ুন – East Bengal: মশালে নতুন স্ফুলিঙ্গ, যোগ দিলেন ডায়ামান্টাকোস ]

গত সপ্তাহে তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে একা জোড়া গোল করেছেন। যা ইউরো কাপের আগে তার আত্মবিশ্বাসকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ রাত্রে আরো আক্রমণাত্মক হয়ে উঠবেন। পেদ্রির পারফরম্যান্স নিয়ে তার দলের কোচ ফুয়েন্তে জানিয়েছেন, ওকে বক্স এর কাছাকাছি রাখা হবে । ফাইনাল বলের ক্ষেত্রে যাতে ওর ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এদিকে তরুণ খেলোয়াড় পেদ্রি বলছেন আগের থেকে এখন অনেক ভালো খেলছি। চোট আঘাত এখন তার জীবনে অতীত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোল দেখে তার আত্মবিশ্বাস আরো কয়েক ধাপ বেড়ে গেছে।